ড্রোন মেজ ক্যাটাগরির ২ দিনব্যাপী প্রস্তুতিমূলক ক্যাম্প

Loading Events

ড্রোন মেজ ক্যাটাগরির ২ দিনব্যাপী প্রস্তুতিমূলক ক্যাম্প

February 23 @ 10:00 AM - February 24 @ 4:00 PM
বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের অন্যতম একটি ক্যাটাগরি- ড্রোন মেজ।
এই ক্যাটাগরিতে একটি ড্রোনকে প্রোগ্রামিং করতে হবে যেন ড্রোনটি নিজে নিজে একটি ত্রিমাত্রিক মেজ (গোলকধাঁধা) সমাধান করে নিজের মিশন সম্পন্ন করতে পারে।
ড্রোন মেজ ক্যাটাগরির প্রস্তুতির আদ্যোপান্ত নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দিতে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড, বাংলাদেশ ফ্লায়িং ল্যাবস এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) যৌথভাবে ঢাকায় আয়োজন করছে একটি ২ দিনব্যাপী প্রস্তুতিমূলক ক্যাম্প!
ক্যাম্পে টেলো এডু ড্রোন দিয়ে ড্রোনের বেসিক প্রোগ্রামিং শিখানো হবে যেন একটি নির্দিষ্ট মেজ সলভ করা যায়।
যারা অংশ নিতে পারবে- বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণে ইচ্ছুক ৯-১৮ বছর বয়সী শিক্ষার্থী
রেজিস্ট্রেশন ফি – ২৪০০ টাকা
রেজিস্ট্রেশনের শেষ সময় – ২১ ফেব্রুয়ারি, রাত ১১ টা ৫০ মিনিট।
আসন সংখ্যা – ২৮; উল্লেখ্য, আসন সংখ্যা শেষ হয়ে গেলে রেজিস্ট্রেশন বন্ধ করে দেয়া হবে, তাই দ্রুত রেজিস্ট্রেশন করা উত্তম।
*** রেজিস্ট্রেশন করার পর সেটি ক্যান্সেল করার বা রিফান্ড করার সুযোগ নেই।
ক্যাম্পের সময় – ২৩ ও ২৪ ফেব্রুয়ারি ২০২৪, শুক্র ও শনিবার, প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত
ক্যাম্প ভেন্যু – বিডিওএসএন অফিস, সাতমসজিদ রোড, ঢাকা।
ক্যাম্পের কারিকুলাম –
ক) ড্রোন পরিচিত
খ) টেলো এডু ড্রোনের বিভিন্ন কম্পোনেন্ট সম্পর্কে ধারণা
গ) ড্রোন উড়ানোর বেসিক বিজ্ঞান
ঘ) টেলো এডু এপ ইন্টারফেস পরিচিতি
ঙ) টেলো এডু এপ ব্যবহার করে ব্লক ভিত্তিক প্রোগ্রামিং
চ) হাতেকলমে নিজের প্রোগ্রাম ব্যবহার করে টেলো এডু ড্রোন পরিচালনা
ছ) ড্রোন মেজ প্রতিযোগিতার হাতেকলমে প্রস্তুতি
বিশেষ দ্রষ্টব্য –
ক) ক্যাম্পে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী সকাল ও দুপুরের খাবার এবং ক্যাম্পে অংশগ্রহণের সার্টিফিকেট পাবে।
খ) কর্মশালায় ব্যবহৃত উপকরণ কর্মশালার সময়ে দেয়া হবে। কিন্তু কর্মশালা শেষে সেগুলো আবার ফেরত নেয়া হবে।
গ) শিক্ষার্থীকে নিজের ল্যাপটপ অথবা মোবাইল সাথে করে নিয়ে আসতে পারলে ভালো, তবে সেটি বাধ্যতামূলক নয়।
                                                                  রেজিস্ট্রেশন করতে ক্লিক করো 

Share This Event

  • This event has passed.

Details

Start:
February 23 @ 10:00 AM
End:
February 24 @ 4:00 PM
Cost:
৳2400
Event Categories:
,
Website:
https://forms.gle/NxmnDaT56wqSRWDs5

Venue

Bangladesh Open Source Network
Level 12, 758 Satmasjid Road Dhaka
Dhaka, Dhaka 1209 Bangladesh
+ Google Map
View Venue Website

Organizers

Bangladesh Robot Olympiad
Bangladesh Flying Lab
Bangladesh Open Source Network

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *