সামনে আসতে যাচ্ছে IRO Bangladesh Open 2025। এবছরের মূলথিম Space Robot অন্য বছরগুলোর তুলনায় বেশ ভিন্ন এবং চ্যালেঞ্জিং। ক্রিয়েটিভ মুভি সেগমেন্টে যারা এবছর অংশ নেবার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের তাই এবছরের প্রস্তুতি নিয়ে যথাযথ দিকনির্দেশনা দিতে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক যৌথভাবে একটি অনলাইন লেকচার আয়োজন করছে - Creative Movie Preparation Boost।
আইআরও বাংলাদেশ ওপেন ২০২৫–এ রেজিস্ট্রেশন চলছে! ১ম–১২শ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৪টি ক্যাটাগরি ও আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ। শেষ তারিখ: ২০ আগস্ট। bdro.org
এবছর আইআরও বাংলাদেশ ওপেন ২০২৫ প্রতিযোগিতার মূলথিম স্পেস রোবট। ক্রিয়েটিভ ক্যাটাগরি, ফিজিক্যাল কম্পিউটিং ও ক্রিয়েটিভ মুভি ক্যাটাগরিতে মূলথিমের সাথে সামঞ্জস্য রেখে ভেন্যুতে তাৎক্ষনিক সাবথিম দেয়া হবে। সাবথিমের উপর নির্ভর করেই তখন রোবট বানাতে হবে এসব ক্যাটাগরিতে। মূলথিমের অধীনে শত শত সাবথিম থাকতে পারে। তাই সাবথিম নিয়ে এনালাইসিস করা, রিসার্চ করা ও ভেন্যুতে সাবথিম অনুযায়ী যথাযথ
আইআরও বাংলাদেশ ওপেন-২৫ ২০২৫ এর অনলাইন প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হবে ২৯ আগস্ট সকাল ১০টা থেকে ৩০ আগস্ট রাত ১০টা পর্যন্ত। ক্রিয়েটিভ ক্যাটাগরি, মুভি ও ফিজিক্যাল কম্পিউটিং বিভাগে অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের নির্দিষ্ট সময়ে Google Form-এর মাধ্যমে টাস্ক জমা দিতে হবে। রেজিস্ট্রেশনকৃত প্রতিযোগীরা bdro.org ওয়েবসাইটে গিয়ে নির্দেশিকা পড়ে অংশগ্রহণ করতে পারবে। সময় শেষ হওয়ার আগে সাবমিশন সম্পন্ন করাই শ্রেয়।