

Introduction to Hands on Mini Rover Workshop
মে 30 @ 11:00 পূর্বাহ্ন - 4:30 অপরাহ্ন
বাংলাদেশ রোবট অলিম্পিয়াড এবছরের মূলথিম স্পেস রোবট নিয়ে হাতেকলমে প্রস্তুতির উদ্দেশ্যে কিছু হাতেকলমে কর্মশালা শুরু করছে। এজন্য বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক যৌথভাবে একটি দিনব্যাপী Introduction to hands on mini rover workshop আয়োজন করতে যাচ্ছে।
এই কর্মশালায় ইএসপি৩২ ও Rocker-bogie সিস্টেম ব্যবহার করে একটি মিনি রোভার তৈরি করা নিয়ে শিক্ষার্থীরা হাতেকলমে শিখতে পারবে। এটি একটি বিগিনাল লেভেল কর্মশালা।
যারা অংশ নিতে পারবে- ৩য় থেকে ১২শ শ্রেণির শিক্ষার্থী
রেজিস্ট্রেশন ফি – ৬০০ টাকা
আসন সংখ্যা – ১৬ ( আসন সংখ্যা শেষ হয়ে গেলে নিবন্ধন বন্ধ করে দেয়া হবে)
রেজিস্ট্রেশনের শেষ সময় – ২৮ মে ২০২৫ , রাত ১১ টা ৫০ মিনিট।
রেজিস্ট্রেশনের শেষ সময় – ২৮ মে ২০২৫ , রাত ১১ টা ৫০ মিনিট।
*** রেজিস্ট্রেশন করার পর সেটি ক্যান্সেল করার বা রিফান্ড করার সুযোগ নেই।
ক্যাম্পের সময় – ৩০ মে ২০২৫, সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা
ক্যাম্প ভেন্যু – ১২ তলা, গ্রিন সিটি সেন্টার, ৭৫৮ সাতমসজিদ রোড, ঢাকা (আবাহনী মাঠের বিপরীতে)।
ক্যাম্প ভেন্যু – ১২ তলা, গ্রিন সিটি সেন্টার, ৭৫৮ সাতমসজিদ রোড, ঢাকা (আবাহনী মাঠের বিপরীতে)।
বিশেষ দ্রষ্টব্য –
ক) অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী অংশগ্রহণের সার্টিফিকেট পাবে।
খ) এই সেশনে কোন খাবার সরবরাহ করা হবে না, তবে শিক্ষার্থীরা চাইলে বাসা থেকে খাবার আনতে পারবে।
গ) এই কর্মশালায় অভিভাবকদের জন্য আলাদা ওয়েটিং জোনের ব্যবস্থা নেই।
ঘ) কর্মশালায় প্রয়োজনীয় রোবটিক্স উপকরণ কর্মশালার সময় দেয়া হবে ও কর্মশালার পর আবার ফেরত নেয়া হবে।
ঙ) শিক্ষার্থী ল্যাপটপ সাথে আনতে পারলে ভালো, তবে সেটি বাধ্যতামূলক নয়।
চ) কর্মশালায় অংশগ্রহণকারী ৪-৫ জন শিক্ষার্থী একসাথে গ্রুপ হিসেবে কাজ করবে।
রেজিস্ট্রেশনের নিয়ম –
১. প্রথমেই বিকাশের মাধ্যমে নিবন্ধন ফি প্রদান করতে হবে।
বিকাশ নম্বর: 01316814633
২. এই বিকাশ নম্বর একটি মারচেন্ট নম্বর। তাই বিকাশের Make Payment (পেমেন্ট) অপশন ব্যবহার করে শুধুমাত্র ক্যাম্পে অংশ নিতে চাইলে ৬০০ টাকা (ছয়শত টাকা) বিকাশ পেমেন্ট করতে হবে। নিবন্ধনের জন্য বিকাশের ফিরতি ম্যাসেজের ট্রাঞ্জেকশন আইডি (TrxID) সংরক্ষণ বা সেভ করতে হবে।
৩. এরপর এই ফর্মটি ( https://forms.gle/65cMBmeJAoKeTTq78 ) পূরণ করতে হবে। ফর্মটি পূরণের সময় নির্ধারিত ট্রাঞ্জেকশন আইডিটি (TrxID) ফর্মে উল্লেখ হবে।
৪. নিবন্ধনের শেষ সময়: ২৮ মে ২০২৫, রাত ১১ টা ৫০ মিনিট।
১. প্রথমেই বিকাশের মাধ্যমে নিবন্ধন ফি প্রদান করতে হবে।
বিকাশ নম্বর: 01316814633
২. এই বিকাশ নম্বর একটি মারচেন্ট নম্বর। তাই বিকাশের Make Payment (পেমেন্ট) অপশন ব্যবহার করে শুধুমাত্র ক্যাম্পে অংশ নিতে চাইলে ৬০০ টাকা (ছয়শত টাকা) বিকাশ পেমেন্ট করতে হবে। নিবন্ধনের জন্য বিকাশের ফিরতি ম্যাসেজের ট্রাঞ্জেকশন আইডি (TrxID) সংরক্ষণ বা সেভ করতে হবে।
৩. এরপর এই ফর্মটি ( https://forms.gle/65cMBmeJAoKeTTq78 ) পূরণ করতে হবে। ফর্মটি পূরণের সময় নির্ধারিত ট্রাঞ্জেকশন আইডিটি (TrxID) ফর্মে উল্লেখ হবে।
৪. নিবন্ধনের শেষ সময়: ২৮ মে ২০২৫, রাত ১১ টা ৫০ মিনিট।
যেকোনো প্রয়োজনে যোগাযোগ
মিশাল ইসলাম
01521439711
(সকাল ১০ টা থেকে বিকাল ৫ টার মধ্যে)