টেলো এডু দিয়ে ড্রোনের মেজ সলভিং মে ২০২৪
Bangladesh Robot Olympiad Bangladesh Robot Olympiad,758 Satmasjid Road, Dhaka, Bangladeshবাংলাদেশ রোবট অলিম্পিয়াডের অন্যতম একটি ক্যাটাগরি- ড্রোন মেজ। এই ক্যাটাগরিতে একটি ড্রোনকে প্রোগ্রামিং করতে হবে যেন ড্রোনটি নিজে নিজে একটি ত্রিমাত্রিক মেজ (গোলকধাঁধা) সমাধান করে নিজের মিশন সম্পন্ন করতে পারে। ড্রোন মেজ ক্যাটাগরির প্রস্তুতির আদ্যোপান্ত নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দিতে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড, বাংলাদেশ ফ্লায়িং ল্যাবস এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) যৌথভাবে ঢাকায় আয়োজন করছে একটি ২ দিনব্যাপী প্রস্তুতিমূলক ক্যাম্প! ২৪০০ টাকা নিবন্ধন ফি প্রদান করে তুমিও তাই এই ক্যাম্পে নিবন্ধন করে ফেলতে পারো।রেজিস্ট্রেশনের শেষ সময় - ১ মে, রাত ১১ টা ৫০ মিনিট।