বর্তমানে মাইক্রোপাইথনের ব্যবহার বাড়ছে রোবটিক্সে। আর রাস্পবেরি পাই পিকো একটি দারুন প্রসেসিং ক্ষমতাসম্পন্ন ডেভেলপমেন্ট বোর্ড মাইক্রোপাইথন ব্যবহার করে রোবটিক্সের কাজ করার জন্য। তাই বাংলাদেশ রোবট অলিম্পিয়াড আয়োজন করছে একটি অনলাইনে মাইক্রোপাইথন দিয়ে রাস্পবেরি পাই পিকো ক্যাম্প! যারা অংশ নিতে পারবে- আগে কখনও মাইক্রোপাইথন বা রাস্পবেরি পাই পিকো নিয়ে কাজ করে নি এমন ১০-১৮ বছর বয়সী
বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল এবছরের মূলথিম যথাযথভাবে স্টাডি করে কোন কোন সমস্যা রোবট দিয়ে সমাধান করা যাবে সেগুলো খুঁজে বের করা। এবছরের মূলথিম হল - Future Marine City Busan: Industry, Tourism, Culture বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক তাই যৌথভাবে মূলথিম নিয়ে রিসার্চ করার ব্যাপারে একটি বিশেষ প্রস্তুতিমূলক কর্মশালা
বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের প্রস্তুতি নেবার জন্য প্রাথমিক ধাপ হল রোবটিকসে হাতেকলমে ধারণা নেয়া। বাংলাদেশের প্রেক্ষাপটে আরডুইনো দিয়ে এই হাতেকলমে ধারণা শুরুতে গ্রহণ করা সহজ। বাংলাদেশ রোবট অলিম্পিয়াড সারাদেশের শিক্ষার্থীদের জন্য অনলাইনে আয়োজন করছে একটি ৫ দিনব্যাপী অনলাইন স্কুল অব রোবটিকস ক্যাম্প!এই ক্যাম্পে আগে কখনও আরডুইনো বা রোবটিকস নিয়ে কাজ করে নি এমন ৭-১৮ বছর বয়সী শিক্ষার্থীরা অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে সিমুলেশনের সাহায্য বেসিক রোবটিকস শেখার সুযোগ পাবে।
এক্ষেত্রে গুগল মিটে যুক্ত হয়ে রোবটিকসে হাতেখড়ি নেয়া যাবে সরাসরি আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের মেন্টর থেকে। ক্যাম্পটি কোন লাইভ সম্প্রচার করা হবে না ফেসবুকে এবং কোন রেকর্ডিং থাকবে না। ৫০০ টাকা নিবন্ধন ফি প্রদান করে তুমিও তাই এই ক্যাম্পে নিবন্ধন করে ফেলতে পারো।
সারাবিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক প্রতিবছর মেয়ে শিশু ও নারীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পড়াশোনা ও ক্যারিয়ার গঠনে উৎসাহিত করতে গার্লস ইন আইসিটি উদযাপন করে থাকে।তারই ধারাবাহিকতায় এবছর আয়োজিত হচ্ছে লুনা সামসুদ্দোহা গার্লস ইন আইসিটি সপ্তাহ উদযাপন। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজনে ও দোহাটেক এর অনুপ্রেরণায় এই উদযাপনের অন্যতম অনুষঙ্গ হিসেবে আয়োজিত হচ্ছে লুনা সামসুদ্দোহা হাই স্কুল গার্লস রোবটিক্স প্রোজেক্ট শো। এই প্রতিযোগিতার সহযোগী হিসেবে আছে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ও ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ।যারা অংশ নিতে পারবে- ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণির মেয়ে শিক্ষার্থী। রেজিস্ট্রেশন ফি - ১০০ টাকা। রেজিস্ট্রেশনের শেষ সময় - ২২ এপ্রিল ২০২৪, রাত ১১ টা ৫০ মিনিট।প্রতিযোগিতার সময় - ২৬ এপ্রিল ২০২৪, সকাল ৮ টা ৩০ থেকে দুপুর ১ টা ।ভেন্যু - ১২ তলা, ৭৫৮ সাতমসজিদ রোড, ঢাকা (আবাহনী মাঠের বিপরীত পাশে)
বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের অন্যতম একটি ক্যাটাগরি- ড্রোন মেজ। এই ক্যাটাগরিতে একটি ড্রোনকে প্রোগ্রামিং করতে হবে যেন ড্রোনটি নিজে নিজে একটি ত্রিমাত্রিক মেজ (গোলকধাঁধা) সমাধান করে নিজের মিশন সম্পন্ন করতে পারে। ড্রোন মেজ ক্যাটাগরির প্রস্তুতির আদ্যোপান্ত নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দিতে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড, বাংলাদেশ ফ্লায়িং ল্যাবস এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) যৌথভাবে ঢাকায় আয়োজন করছে একটি ২ দিনব্যাপী প্রস্তুতিমূলক ক্যাম্প! ২৪০০ টাকা নিবন্ধন ফি প্রদান করে তুমিও তাই এই ক্যাম্পে নিবন্ধন করে ফেলতে পারো।রেজিস্ট্রেশনের শেষ সময় - ১ মে, রাত ১১ টা ৫০ মিনিট।