ড্রোন মেজ ক্যাটাগরির বিস্তারিত দিকনির্দেশনা দেয়ার অনলাইন মিটিং
September 24, 2023 @ 8:00 PM
ড্রোন মেজ ক্যাটাগরির জাতীয় পর্বের দিকনির্দেশনা প্রদানের অনলাইন মিটিং ২১ সেপ্টেম্বর ২০২৩, রাত ৮ টায় অনুষ্ঠিত হবে।
জাতীয় পর্বের জন্য ড্রোন মেজ ক্যাটাগরিতে নির্বাচিত প্রতিটি দলের দলনেতাকে ইমেইলে এই লিংক দেয়া হয়েছে। কোন কারণে দলনেতা মেইল খুঁজে না পেলে ভালো করে স্প্যাম/ জাংক ফোল্ডারে খুঁজে দেখো অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে যোগাযোগ করো, ইনবক্সে নিজের ইমেইল আইডি ও রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করেও মিটিং লিংক সংগ্রহ করা যাবে।
এই মিটিংয়ে ড্রোন মেজ ক্যাটাগরির প্রতিটি দলের থাকা জরুরী, জাতীয় পর্বের নির্দেশনা বুঝে নেবার জন্য।