

Creative Movie : How to Make It
জুলাই 18 @ 10:00 পূর্বাহ্ন - 1:00 অপরাহ্ন
সামনে আসতে যাচ্ছে IRO Bangladesh Open 2025.
আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের অন্যতম একটি ক্যাটাগরি ক্রিয়েটিভ মুভি। বেশ কয়েকবছর ধরে এই ক্যাটাগরিতে বাংলাদেশ দল গোল্ড মেডেল অর্জন করছে। বাংলাদেশের যেসকল শিক্ষার্থী এই ক্যাটাগরিতে প্রস্তুতি নিচ্ছ বা নিতে চাও, তোমাদের জন্য আমরা আয়োজন করছি একটি বিশেষ কর্মশালা।
এবছরের মূলথিম যেহেতু স্পেস রোবট, তাই স্পেস রোবটিক্স নিয়ে একটি বিশেষ মুভি দেখা এবং সেই মুভির আলোকে ক্রিয়েটিভ মুভি ক্যাটাগরিতে কেমন ব্রেইনস্টরমিং করতে হয়, কীভাবে স্টোরিলাইন তৈরি করতে হয়, শট নিতে হয়, দৃশ্য পরিকল্পনা করতে হয়, ফিচার ও একশন নিয়ে কাজ করতে হয় সেটি নিয়ে এই কর্মশালায় জানা যাবে। তবে এখানে যেই আলোচনাগুলো করা হবে তার বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরির এনিমেশন ও স্টোরিলাইন তৈরিতেও সহায়ক হবে। আগ্রহীরা এজন্য নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারো।
যারা অংশ নিতে পারবে- এবছর রোবট অলিম্পিয়াডের প্রস্তুতি নিচ্ছে এমন যেকোনো শিক্ষার্থী
রেজিস্ট্রেশন ফি – ৫০০ টাকা
রেজিস্ট্রেশন ফি – ৫০০ টাকা
আসন সংখ্যা – ২০ (আসন সংখ্যা শেষ হয়ে গেলে নিবন্ধন বন্ধ করে দেয়া হবে)
রেজিস্ট্রেশনের শেষ সময় – ১৬ জুলাই ২০২৫ , রাত ১১ টা ৫০ মিনিট।
রেজিস্ট্রেশনের শেষ সময় – ১৬ জুলাই ২০২৫ , রাত ১১ টা ৫০ মিনিট।
*** রেজিস্ট্রেশন করার পর সেটি ক্যান্সেল করার বা রিফান্ড করার সুযোগ নেই।
ক্যাম্পের সময় – ১৮ জুলাই ২০২৫, সকাল ১০ টা থেকে দুপুর ১ টা
ক্যাম্প ভেন্যু – ১২ তলা, গ্রিন সিটি সেন্টার, ৭৫৮ সাতমসজিদ রোড, ঢাকা (আবাহনী মাঠের বিপরীতে)।
ক্যাম্প ভেন্যু – ১২ তলা, গ্রিন সিটি সেন্টার, ৭৫৮ সাতমসজিদ রোড, ঢাকা (আবাহনী মাঠের বিপরীতে)।
বিশেষ দ্রষ্টব্য –
ক) অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী অংশগ্রহণের সার্টিফিকেট পাবে।
খ) এই সেশনে কোন খাবার সরবরাহ করা হবে না।
গ) শিক্ষার্থীকে সাথে মোবাইল (যদি সম্ভব হয়, কারণ কর্মশালায় মুভি তৈরির কিছু অংশ প্র্যাকটিস করানো হবে),খাতা ও কলম আনতে হবে।
রেজিস্ট্রেশনের নিয়ম –
১. প্রথমেই বিকাশের মাধ্যমে নিবন্ধন ফি প্রদান করতে হবে।
বিকাশ নম্বর: 01316814633
২. এই বিকাশ নম্বর একটি মারচেন্ট নম্বর। তাই বিকাশের Make Payment (পেমেন্ট) অপশন ব্যবহার করে শুধুমাত্র ক্যাম্পে অংশ নিতে চাইলে ৫০০ টাকা (পাঁচশত টাকা) বিকাশ পেমেন্ট করতে হবে। নিবন্ধনের জন্য বিকাশের ফিরতি ম্যাসেজের ট্রাঞ্জেকশন আইডি (TrxID) সংরক্ষণ বা সেভ করতে হবে।
৩. এরপর এই ফর্মটি ( https://forms.gle/2xaib8H2wjmaVjEm7 ) পূরণ করতে হবে। ফর্মটি পূরণের সময় নির্ধারিত ট্রাঞ্জেকশন আইডিটি (TrxID) ফর্মে উল্লেখ হবে।
১. প্রথমেই বিকাশের মাধ্যমে নিবন্ধন ফি প্রদান করতে হবে।
বিকাশ নম্বর: 01316814633
২. এই বিকাশ নম্বর একটি মারচেন্ট নম্বর। তাই বিকাশের Make Payment (পেমেন্ট) অপশন ব্যবহার করে শুধুমাত্র ক্যাম্পে অংশ নিতে চাইলে ৫০০ টাকা (পাঁচশত টাকা) বিকাশ পেমেন্ট করতে হবে। নিবন্ধনের জন্য বিকাশের ফিরতি ম্যাসেজের ট্রাঞ্জেকশন আইডি (TrxID) সংরক্ষণ বা সেভ করতে হবে।
৩. এরপর এই ফর্মটি ( https://forms.gle/2xaib8H2wjmaVjEm7 ) পূরণ করতে হবে। ফর্মটি পূরণের সময় নির্ধারিত ট্রাঞ্জেকশন আইডিটি (TrxID) ফর্মে উল্লেখ হবে।
যেকোনো প্রয়োজনে যোগাযোগ
মিশাল ইসলাম
01521439711
(সকাল ১০ টা থেকে বিকাল ৫ টার মধ্যে)