বাংলাদেশ রোবট অলিম্পিয়াড এবছরের মূলথিম স্পেস রোবট নিয়ে হাতেকলমে প্রস্তুতির উদ্দেশ্যে কিছু হাতেকলমে কর্মশালা শুরু করছে। এজন্য বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক যৌথভাবে একটি দিনব্যাপী Introduction to hands on mini rover workshop আয়োজন করতে যাচ্ছে। এই কর্মশালায় ইএসপি৩২ ও Rocker-bogie সিস্টেম ব্যবহার করে একটি মিনি রোভার তৈরি করা নিয়ে শিক্ষার্থীরা হাতেকলমে শিখতে পারবে।

