শিশুদের জন্য ব্লক বেজ কোডিং দিয়ে আরডুইনোর রোবটিক্স কর্মশালা
অনেক শিশুই এখন ব্লক বেজ কোডিং শিখে। ব্লক বেজ কোডিং দিয়েই সহজে চাইলে শিশুরা রোবটিক্সও শিখতে পারে। মার্চ মাসে আরডুইনো ১১তম জন্মবার্ষিকী পালন করছে। তাই যেসব শিশুর রোবটিকসের কোন ধারণা নেই, তাদের খুব সহজে ব্লকবেজ কোডিং দিয়ে রোবটিক্স শেখার বিশেষ একটি দুইদিনের কর্মশালা আয়োজিত হচ্ছে ১৬ ও ২৩ মার্চ।
বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের যৌথ আয়োজনে এই ক্যাম্প শেষে একজন শিশু হাতেকলমে ৭ টি রোবটিক্স প্রোজেক্ট বানানো শিখবে এবং বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের প্রস্তুতির ধারণা পাবে।
যারা অংশ নিতে পারবে- আগে কখনও আরডুইনো বা রোবটিকস নিয়ে কাজ করে নি এমন ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে জন্মগ্রহণ করা শিশুরা
রেজিস্ট্রেশন ফি – ১০০০ টাকা
আসন সংখ্যা – ২০ ( আসন সংখ্যা শেষ হয়ে গেলে নিবন্ধন বন্ধ করে দেয়া হবে)
রেজিস্ট্রেশনের শেষ সময় – ১৩ মার্চ ২০২৪, রাত ১১ টা ৫০ মিনিট।
ক্যাম্পের সময় – ১৬ ও ২৩ মার্চ ২০২৪, প্রতিদিন সকাল ৯ টা ৩০ থেকে দুপুর ১ টা
ক্যাম্প ভেন্যু – ১২ তলা, ৭৫৮ সাতমসজিদ রোড, ঢাকা (আবাহনী মাঠের বিপরীত পাশে)
ক্যাম্পের কারিকুলাম –
রোবট সম্পর্কে প্রাথমিক ধারণা , ইলেক্ট্রনিক্সে হাতেখড়ি , ব্লক বেজড কোডিং দিয়ে রোবটিক্স চর্চা, আরডুইনো পরিচিতি , এলইডি ব্লিঙ্ক (ডিজিটাল আউটপুট) , এলইডি ফেডিং (এনালগ আউটপুট) , সেন্সর পরিচিতি, পুশবাটন (ডিজিটাল ইনপুট ), পটেনশিওমিটার (এনালগ ইনপুট) , সোনার সেন্সর, আইআর সেন্সর, সারভো মোটর, ব্লুটুথ নিয়ন্ত্রণ, বাংলাদেশ রোবট অলিম্পিয়াড পরিচিতি।
বিশেষ দ্রষ্টব্য –
ক) ক্যাম্পে অংশগ্রহণকারী প্রত্যেক শিশু ক্যাম্পে অংশগ্রহণের সার্টিফিকেট পাবে।
খ) কর্মশালায় ব্যবহৃত উপকরণ কর্মশালার সময়ে দেয়া হবে। কিন্তু কর্মশালা শেষে সেগুলো আবার ফেরত নেয়া হবে।
গ) শিক্ষার্থীকে নিজের ল্যাপটপ সাথে করে নিয়ে আসতে পারলে ভালো, তবে আনা বাধ্যতামূলক নয়।
ঘ) কর্মশালায় কোন খাবার দেয়া হবে না। তবে খাবার ও নামাজের বিরতি থাকবে সে সময়ে কোন শিক্ষার্থী চাইলে বাসা থেকে আনা খাবার খেতে পারবে।
আরও বিস্তারিত জানতে ও কর্মশালাটিতে রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন এই লিংকে https://forms.gle/1xL7Z5pkCKiGvhiv5