

Physical Computing With Arduino & Entry
March 14 @ 11:00 AM - March 24 @ 12:30 PM
Bangladesh Robot Olympiad and BdOSN are jointly organizing a special Cohort (Commencing Hands on Robotics Training) to prepare for the Physical Computing Category. Learning mediums will be Arduino and Entry Software. We will also celebrate the birthday of Arduino through this workshop.
Workshop Date: 14,17,19,21,24 March.
Time: 11:00 AM – 12:30 PM.
Eligible Participants: Birth Year Between 2007-2017
Register in the given link: https://forms.gle/fP84jjLiac5cbhw37
Eligible Participants: Birth Year Between 2007-2017
Register in the given link: https://forms.gle/fP84jjLiac5cbhw37
Registration Deadline: 12 March,2025 11:50 PM
Seat Capacity: 16
বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের জন্য হাতেকলমে প্রস্তুতির উদ্দেশ্যে একটি বিশেষ Cohort (Commencing Hands on Robotics Training) শুরু করছে। ৫ দিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরির জন্য আরডুইনো ও এন্ট্রি সফটওয়্যারের মাধ্যমে হাতেকলমে এই কর্মশালায় ফিজিক্যাল কম্পিউটিং এর জন্য প্রস্তুতি, প্রোডাকশন প্ল্যান, প্রেজেন্টেশন সহ যাবতীয় বিষয়ে ধারণা প্রদান করা হবে। যারা এবছর বিডিআরওতে অংশ নিবে দলের সবাই সহ এই কর্মশালায় অংশ নিতে পারো।
যারা অংশ নিতে পারবে- ২০০৭- ২০১৭ সালে জন্মগ্রহণ করা বাংলাদেশী শিক্ষার্থী, যারা এইবছর বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে ফিজিক্যাল কম্পিউটিং এ অংশ নিতে চায় এবং বিগিনার লেভেলে আছে।
আসন সংখ্যা – ১৬ ( আসন সংখ্যা শেষ হয়ে গেলে নিবন্ধন বন্ধ করে দেয়া হবে)
রেজিস্ট্রেশনের শেষ সময় – ১২ মার্চ ২০২৫ , রাত ১১ টা ৫০ মিনিট।
রেজিস্ট্রেশনের শেষ সময় – ১২ মার্চ ২০২৫ , রাত ১১ টা ৫০ মিনিট।
*** রেজিস্ট্রেশন করার পর সেটি ক্যান্সেল করার বা রিফান্ড করার সুযোগ নেই।
ক্যাম্পের সময় – ১৪,১৭,১৯,২১,২৪ মার্চ ২০২৫, উল্লেখিত দিনে সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা ৩০ পর্যন্ত
ক্যাম্প ভেন্যু – ১২ তলা, গ্রিন সিটি সেন্টার, ৭৫৮ সাতমসজিদ রোড, ঢাকা (আবাহনী মাঠের বিপরীতে)।বিশেষ দ্রষ্টব্য –
ক) অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী অংশগ্রহণের সার্টিফিকেট পাবে।
খ) এই সেশনে কোন খাবার সরবরাহ করা হবে না।
ক্যাম্প ভেন্যু – ১২ তলা, গ্রিন সিটি সেন্টার, ৭৫৮ সাতমসজিদ রোড, ঢাকা (আবাহনী মাঠের বিপরীতে)।বিশেষ দ্রষ্টব্য –
ক) অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী অংশগ্রহণের সার্টিফিকেট পাবে।
খ) এই সেশনে কোন খাবার সরবরাহ করা হবে না।
গ) কর্মশালায় প্রয়োজনীয় রোবটিক্স উপকরণ কর্মশালার সময় দেয়া হবে ও কর্মশালার পর আবার ফেরত নেয়া হবে।
ঘ) শিক্ষার্থী ল্যাপটপ সাথে আনতে পারলে ভালো, তবে সেটি বাধ্যতামূলক নয়।
যেকোনো প্রয়োজনে যোগাযোগ
মিশাল ইসলাম
01521439711
(সকাল ১০ টা থেকে বিকেল ৫ টার মধ্যে)