আরডুইনো দিয়ে হাতেকলমে বেসিক রোবটিক্স শেখার কর্মশালা
আগস্ট 4, 2023 @ 8:00 পূর্বাহ্ন - 5:00 অপরাহ্ন
শীঘ্রই শুরু হচ্ছে ৬ষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২৩।
রোবটিক্সের শুরু করার জন্য আরডুইনো একটি দারুন টুল। তাই রোবটিক্সে যারা একেবারে নতুন বা এখনও শেখা শুরু করো নি তাদের জন্য বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক যৌথভাবে ঢাকায় আয়োজন করছে একটি ২ দিনব্যাপী অফলাইন আরডুইনো স্কুল অব রোবটিকস ক্যাম্প!
এই ক্যাম্প শেষে একজন শিক্ষার্থী হাতেকলমে ১০ টি রোবটিক্স প্রোজেক্ট করে একটি সকার রোবট বানানো শিখবে এবং বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের প্রস্তুতির বিস্তারিত ধারণা পাবে। রোবটিকসে হাতেখড়ি নেয়া যাবে সরাসরি আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের মেন্টরদের থেকে। ২০০০ টাকা নিবন্ধন ফি প্রদান করে তুমিও তাই এই ক্যাম্পে নিবন্ধন করে ফেলতে পারো।
যারা অংশ নিতে পারবে- আগে কখনও আরডুইনো বা রোবটিকস নিয়ে কাজ করে নি এমন ৯-১৮ বছর বয়সী শিক্ষার্থী
রেজিস্ট্রেশন ফি – ২০০০ টাকা
আসন সংখ্যা – ২৫ ( আসন সংখ্যা শেষ হয়ে গেলে নিবন্ধন বন্ধ করে দেয়া হবে)
রেজিস্ট্রেশনের শেষ সময় – আজ ২ আগস্ট রাত ১১ টা ৫০ মিনিট।
ক্যাম্পের সময় – ৪-৫ আগস্ট ২০২৩, প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা
ক্যাম্প ভেন্যু – ১২ তলা, গ্রিন সিটি সেন্টার, ৭৫৮ সাত মসজিদ রোড, ধানমণ্ডি, ধাকা-১২০৫ (আবাহনী মাঠের উল্টা পাশে)।
রেজিস্ট্রেশন লিংক – https://forms.gle/q1eW6MEK5fCeq1ds7
ক্যাম্পের কারিকুলাম –
রোবট সম্পর্কে প্রাথমিক ধারণা, ইলেক্ট্রনিক্সে হাতেখড়ি , আরডুইনো পরিচিতি , এলইডি ব্লিঙ্ক (ডিজিটাল আউটপুট) , এলইডি ফেডিং (এনালগ আউটপুট), সেন্সর পরিচিতি, পুশবাটন (ডিজিটাল ইনপুট ), পটেনশিওমিটার (এনালগ ইনপুট), সোনার সেন্সর, আইআর সেন্সর, সারভো মোটর, ডিসি মোটর, L298N মোটর ড্রাইভার, মোটর দিয়ে চলমান রোবট তৈরি, ব্লুটুথ নিয়ন্ত্রণ, সকার রোবট তৈরি, বাংলাদেশ রোবট অলিম্পিয়াড পরিচিতি।
বিশেষ দ্রষ্টব্য –
ক) ক্যাম্পে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী ক্যাম্পে অংশগ্রহণের সার্টিফিকেট এবং সকাল ও দুপুরের খাবার পাবে।
খ) কর্মশালায় ব্যবহৃত উপকরণ কর্মশালার সময়ে দেয়া হবে। কিন্তু কর্মশালা শেষে সেগুলো আবার ফেরত নেয়া হবে।
গ) শিক্ষার্থীকে নিজের ল্যাপটপ সাথে করে নিয়ে আসতে পারলে ভালো, তবে আনা বাধ্যতামূলক নয়।
রেজিস্ট্রেশন লিংক – https://forms.gle/q1eW6MEK5fCeq1ds7