
- This event has passed.
অনলাইন প্রাথমিক বাছাই পর্ব
September 13, 2024 @ 10:00 AM - September 14, 2024 @ 10:00 PM
৭ম বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২৪ এর প্রথম ধাপ হিসেবে অনলাইন প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হচ্ছে ১৩ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে ১৪ সেপ্টেম্বর রাত ১০ টা পর্যন্ত।
বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের ওয়েবসাইটে উল্লেখিত সময়ে ভিজিট করলে ক্রিয়েটিভ ক্যাটাগরি, ক্রিয়েটিভ মুভি ও ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরিতে অনলাইন প্রাথমিক বাছাই পর্বে অংশ নেয়া যাবে।
ওয়েব ঠিকানা – https://bdro.org/
এক্ষেত্রে হোমপেজেই অংশ নেবার অপশন প্রদর্শিত হচ্ছে। সেই অপশনে প্রতিটি ক্যাটাগরির জন্য একটি নির্দেশিকা ডকুমেন্ট দেয়া আছে।
নির্দেশিকা ডকুমেন্টে বিস্তারিত সব বলা আছে ও টাস্ক সাবমিট করার জন্য গুগল ফর্মের লিংক দেয়া আছে। যাবতীয় নির্দেশ এবং বিস্তারিত বিবরণ পড়ে তারপর যথাযথভাবে বিভিন্ন টাস্ক সম্পন্ন করে গুগল ফর্মে সাবমিট করতে হবে।
উল্লেখ্য, ১৪ সেপ্টেম্বর রাত ১০ টার পর গুগল ফর্ম অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তাই এরপর কোনোভাবেই টাস্ক সাবমিট করার সুযোগ থাকবে না কোন ক্যাটাগরির জন্য।
সময় শেষ হবার অতি নিকটবর্তী সময়ে ফাইল সাবমিশন করতে গেলে অনাকাঙ্ক্ষিতভাবে ফাইল সাবমিশন সফল না ও হতে পারে। এই ব্যাপারটি প্রতিযোগীদের বাসার ইন্টারনেটের গতির উপর নির্ভরশীল। প্রয়োজনে পর্যাপ্ত মোবাইল ডাটা ব্যাকআপ নিয়ে বসতে অনুরোধ করা হচ্ছে। অনেক সময় মোবাইলের ব্রাউজার থেকে গুগল ফর্মে ফাইল সাবমিশনে সমস্যা হয়। তাই এক্ষেত্রে ল্যাপটপ থেকে ফাইল সাবমিশন করা উত্তম।
এছাড়াও সকল প্রতিযোগীকে পরামর্শ দেয়া হচ্ছে পর্যাপ্ত সময় হাতে নিয়ে ফাইল সাবমিশন করতে।
সকল প্রতিযোগীর জন্য রইল শুভকামনা।