সকল ক্যাটাগরির অনলাইন প্রাথমিক বাছাই পর্বে নির্ধারিত ডকুমেন্ট গুগল ফর্মে জমা দিতে হবে। প্রাথমিক বাছাইপর্ব অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে ১৪ সেপ্টেম্বর রাত ১০ টা পর্যন্ত। অনলাইন প্রাথমিক বাছাই পর্বে অংশ নেয়া প্রত্যেক দলের জন্য বাধ্যতামূলক। এই পর্ব থেকে নির্বাচিত দলসমূহ দ্বিতীয় পর্যায়ের অনলাইন বাছাই পর্বে অংশ নিবে।
নিচে প্রত্যেকটি ক্যাটাগরির জন্য নির্ধারিত ডকুমেন্ট দেয়া রয়েছে। যেই ক্যাটাগরিতে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেছো তার উপর ক্লিক করে ডকুমেন্ট ডাওনলোড করে ডকুমেন্টের ভিতর থাকা সকল নির্দেশ ভালো করে পড়ে সেই অনুযায়ী সকল টাস্ক সম্পন্ন করো। ডকুমেন্টের ভিতরেই নির্ধারিত গুগল ফর্মের লিংক দেয়া আছে। সেই লিংকে গিয়ে যাবতীয় তথ্য সাবমিট করতে হবে।
উল্লেখ্য, ১৪ সেপ্টেম্বর রাত ১০ টার পর গুগল ফর্ম অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তাই এরপর কোনোভাবেই টাস্ক সাবমিট করার সুযোগ থাকবে না কোন ক্যাটাগরির জন্য।
সময় শেষ হবার অতি নিকটবর্তী সময়ে ফাইল সাবমিশন করতে গেলে অনাকাঙ্ক্ষিতভাবে ফাইল সাবমিশন সফল না ও হতে পারে। এই ব্যাপারটি প্রতিযোগীদের বাসার ইন্টারনেটের গতির উপর নির্ভরশীল। প্রয়োজনে পর্যাপ্ত মোবাইল ডাটা ব্যাকআপ নিয়ে বসতে অনুরোধ করা হচ্ছে। অনেক সময় মোবাইলের ব্রাউজার থেকে গুগল ফর্মে ফাইল সাবমিশনে সমস্যা হয়। তাই এক্ষেত্রে ল্যাপটপ থেকে ফাইল সাবমিশন করা উত্তম।
এছাড়াও সকল প্রতিযোগীকে পরামর্শ দেয়া হচ্ছে পর্যাপ্ত সময় হাতে নিয়ে ফাইল সাবমিশন করতে।