

মূলথিম নিয়ে রিসার্চ ও অনুসন্ধানমূলক কর্মশালা
April 18 @ 10:30 AM - 4:30 PM
বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল এবছরের মূলথিম যথাযথভাবে স্টাডি করে কোন সমস্যাগুলো রোবট দিয়ে সমাধান করা যাবে সেগুলো খুঁজে বের করা।
এবছরের মূলথিম হল – Space Robot
বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক তাই যৌথভাবে মূলথিম নিয়ে রিসার্চ করার ব্যাপারে একটি বিশেষ প্রস্তুতিমূলক কর্মশালা আয়োজন করছে।
যারা অংশ নিতে পারবে- বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে অংশ নিতে আগ্রহী ৩য় থেকে ১২শ শ্রেণির যেকোনো বাংলাদেশী শিক্ষার্থী
রেজিস্ট্রেশন ফি – ১০০০ টাকা
আসন সংখ্যা – ২৬ ( আসন সংখ্যা শেষ হয়ে গেলে নিবন্ধন বন্ধ করে দেয়া হবে)
রেজিস্ট্রেশনের শেষ সময় – ১৫ এপ্রিল ২০২৫, রাত ১১ টা ৫০ মিনিট।
ক্যাম্পের সময় – ১৮ এপ্রিল ২০২৫, সকাল ১০ টা ৩০ থেকে বিকাল ৪ টা ৩০ পর্যন্ত
ক্যাম্প ভেন্যু – ১২ তলা, ৭৫৮ সাতমসজিদ রোড, ঢাকা (আবাহনী মাঠের বিপরীত পাশে)
আসন সংখ্যা – ২৬ ( আসন সংখ্যা শেষ হয়ে গেলে নিবন্ধন বন্ধ করে দেয়া হবে)
রেজিস্ট্রেশনের শেষ সময় – ১৫ এপ্রিল ২০২৫, রাত ১১ টা ৫০ মিনিট।
ক্যাম্পের সময় – ১৮ এপ্রিল ২০২৫, সকাল ১০ টা ৩০ থেকে বিকাল ৪ টা ৩০ পর্যন্ত
ক্যাম্প ভেন্যু – ১২ তলা, ৭৫৮ সাতমসজিদ রোড, ঢাকা (আবাহনী মাঠের বিপরীত পাশে)
*** কর্মশালায় রেজিস্ট্রেশন করার পর রিফান্ড করার সুযোগ নেই।
এই কর্মশালায় রোবট তৈরি করা শিখানো হবে না। কিন্তু যারা বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে এবছর অংশ নিতে চায় তাদের বিস্তারিত দিকনির্দেশনা দেয়া হবে কীভাবে এবছরের মূলথিম নিয়ে রিসার্চ করে বিভিন্ন সমস্যা খুঁজে বের করতে হবে এবং সেই অনুযায়ী রোবট তৈরি করে সমস্যা সমাধানের জন্য কীভাবে যথাযথ পরিকল্পনা করা যাবে।
বিশেষ দ্রষ্টব্য –
ক) কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেক শিশু ক্যাম্পে অংশগ্রহণের সার্টিফিকেট পাবে।
খ) শিক্ষার্থী নিজের মোবাইল ও মোবাইল ডাটা সাথে করে নিয়ে আসতে পারলে ভালো, তবে আনা বাধ্যতামূলক নয়।
ক) কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেক শিশু ক্যাম্পে অংশগ্রহণের সার্টিফিকেট পাবে।
খ) শিক্ষার্থী নিজের মোবাইল ও মোবাইল ডাটা সাথে করে নিয়ে আসতে পারলে ভালো, তবে আনা বাধ্যতামূলক নয়।
গ) কর্মশালায় কোন খাবার দেয়া হবে না। তবে খাবার ও নামাজের বিরতি থাকবে। সে সময়ে কোন শিক্ষার্থী চাইলে বাসা থেকে আনা খাবার খেতে পারবে।
ঘ) এই কর্মশালায় সারাদিন অভিভাবকদের জন্য কোন ওয়েটিং জোনের ব্যবস্থা নেই। শিক্ষার্থীদের যথাযথ সময়ে কর্মশালায় পৌঁছে দিতে হবে।
রেজিস্ট্রেশনের নিয়ম –
১. প্রথমেই বিকাশের মাধ্যমে নিবন্ধন ফি প্রদান করতে হবে।
বিকাশ নম্বর: 01316814633
২. এই বিকাশ নম্বর একটি মারচেন্ট নম্বর। তাই বিকাশের Make Payment অপশন ব্যবহার করে শুধুমাত্র ক্যাম্পে অংশ নিতে চাইলে ১০০০ টাকা (এক হাজার টাকা) বিকাশ পেমেন্ট করতে হবে। নিবন্ধনের জন্য বিকাশের ফিরতি ম্যাসেজের ট্রাঞ্জেকশন আইডি (TrxID) সংরক্ষণ বা সেভ করতে হবে।
৩. এরপর এই ফর্মটি ( https://forms.gle/4pkroaN68bpZizyr6 ) পূরণ করতে হবে। ফর্মটি পূরণের সময় নির্ধারিত ট্রাঞ্জেকশন আইডিটি (TrxID) ফর্মে উল্লেখ করতে হবে।
৪. রেজিস্ট্রেশনের শেষ সময় – ১৫ এপ্রিল ২০২৫, রাত ১১ টা ৫০ মিনিট।
বিকাশ নম্বর: 01316814633
২. এই বিকাশ নম্বর একটি মারচেন্ট নম্বর। তাই বিকাশের Make Payment অপশন ব্যবহার করে শুধুমাত্র ক্যাম্পে অংশ নিতে চাইলে ১০০০ টাকা (এক হাজার টাকা) বিকাশ পেমেন্ট করতে হবে। নিবন্ধনের জন্য বিকাশের ফিরতি ম্যাসেজের ট্রাঞ্জেকশন আইডি (TrxID) সংরক্ষণ বা সেভ করতে হবে।
৩. এরপর এই ফর্মটি ( https://forms.gle/4pkroaN68bpZizyr6 ) পূরণ করতে হবে। ফর্মটি পূরণের সময় নির্ধারিত ট্রাঞ্জেকশন আইডিটি (TrxID) ফর্মে উল্লেখ করতে হবে।
৪. রেজিস্ট্রেশনের শেষ সময় – ১৫ এপ্রিল ২০২৫, রাত ১১ টা ৫০ মিনিট।
যেকোনো প্রয়োজনে যোগাযোগ
মিশাল ইসলাম
01521439711
মিশাল ইসলাম
01521439711
(যেকোনো দিন সকাল ১০ টা থেকে বিকাল ৫টার মধ্যে যোগাযোগ করা যাবে)