📝 আইআরও বাংলাদেশ ওপেন ২০২৫: শর্তাবলী ও অংশগ্রহণের নিয়ম
আইআরও বাংলাদেশ ওপেন ২০২৫ এ রেজিস্ট্রেশন করার আগে অবশ্যই নিচের শর্তাবলী বিস্তারিতভাবে পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে।
🔹 প্রতিযোগীর যোগ্যতা
- শুধুমাত্র বাংলাদেশী শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ১ম থেকে ১২শ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
- যেসব শিক্ষার্থী আগস্ট ২০২৫-এর মধ্যে এইচএসসি/A2 বা সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে, তারা অংশ নিতে পারবে না।
- প্রত্যেক প্রতিযোগীর জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ID কার্ড/স্লিপ (যেখানে শ্রেণি ও ইস্যু তারিখ উল্লেখ থাকবে), ফর্মাল ছবি আপলোড বাধ্যতামূলক।
🔹 প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম
এই বছর চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে:
- ক্রিয়েটিভ ক্যাটাগরি
- ক্রিয়েটিভ মুভি
- ফিজিক্যাল কম্পিউটিং
- রোবটিকস কুইজ (আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের অংশ নয়)
দলীয় ক্যাটাগরির জন্য ১-৩ জনের দল গঠন করা যাবে। সবাইকে একই গ্রুপে থাকতে হবে:
গ্রুপ | শ্রেণিসমূহ |
---|---|
জুনিয়র লো | ১ম – ৪র্থ শ্রেণি |
জুনিয়র হাই | ৫ম – ৬ষ্ঠ শ্রেণি |
সিনিয়র | ৭ম – ১২শ শ্রেণি |
রোবটিকস কুইজ একটি একক প্রতিযোগিতা: জুনিয়র (১ম–৬ষ্ঠ), সিনিয়র (৭ম–১২শ)।
🔹 প্রতিযোগিতার ধাপসমূহ
- অনলাইন বাছাই পর্ব: ২৯–৩০ আগস্ট ২০২৫ (Google Form)। অংশগ্রহণ বাধ্যতামূলক।
- বাংলাদেশ পর্ব: (শুধুমাত্র নির্বাচিতদের জন্য)
ক্যাটাগরি | তারিখ | সময় |
---|---|---|
ক্রিয়েটিভ ক্যাটাগরি | ১২ সেপ্টেম্বর | সকাল ৮টা |
ফিজিক্যাল কম্পিউটিং | ১২ সেপ্টেম্বর | সকাল ৮টা |
ক্রিয়েটিভ মুভি | ১৩ সেপ্টেম্বর | সকাল ৮টা |
রোবটিকস কুইজ | ১৩ সেপ্টেম্বর | দুপুর ১২টা |
একই সময়ের একাধিক ক্যাটাগরিতে অংশ নেয়া যাবে না। শিডিউল দেখে ক্যাটাগরি নির্বাচন করতে হবে।
🔹 রেজিস্ট্রেশন ফি
প্রত্যেক ক্যাটাগরির জন্য আলাদা ফি প্রযোজ্য:
রেজিস্ট্রেশনের আগে যথাযথভাবে রেজিস্ট্রেশনের যাবতীয় নিয়মকানুন পড়ে নিয়ে সম্মত হলে তারপর রেজিস্ট্রেশন করতে হবে। একটি দল সকল নিয়ম যথাযথভাবে পূরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করলে দলটির নিবন্ধন গৃহীত (Accepted) হবে। এরপর নিজেদের দলের জন্য রেজিস্ট্রেশন করা একাউন্টে লগইন করলে তখন ড্যাশবোর্ড থেকে পেমেন্ট করে নির্দিষ্ট ক্যাটাগরির রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে। করা যাবে।
দলীয় ক্যাটাগরি (ক্রিয়েটিভ ক্যাটাগরি, ক্রিয়েটিভ মুভি এবং ফিজিক্যাল কম্পিউটিং এর রেজিস্ট্রেশন ফি নিম্নরূপ
পর্ব | দলীয় রেজিস্ট্রেশন ফি |
---|---|
অনলাইন বাছাই | ৫০০ টাকা |
বাংলাদেশ পর্ব | ২০০০ টাকা |
পর্ব | একক রেজিস্ট্রেশন ফি |
---|---|
অনলাইন বাছাই | ১০০ টাকা |
বাংলাদেশ পর্ব | ৫০০ টাকা |
রোবট বানানো, যাতায়াত ও অন্যান্য খরচ প্রতিযোগীর নিজের দায়িত্বে বহন করতে হবে।
🔹 আন্তর্জাতিক দল নির্বাচন ও প্রস্তুতি
- বাংলাদেশ পর্বের বিজয়ীদের নিয়ে হবে আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্প (ফি প্রযোজ্য)।
- এই ক্যাম্পে ইভালুয়েশন ও যোগ্যতা যাচাই হবে।
- প্রশিক্ষণ ক্যাম্প, আন্তর্জাতিক অলিম্পিয়াড অংশগ্রহণ, ভিসা, রেজি ফি, বিমান ভাড়া ইত্যাদি খরচ প্রতিযোগীদের বহন করতে হবে।
🔹 রিটার্ন এন্ড রিফান্ড পলিসি
- যদি কেউ রেজিস্ট্রেশন বাতিল করেন, তাহলে ৭–১০ কর্মদিবসের মধ্যে সম্পূর্ণ রেজি ফি ফেরত পাবেন।
🔹 ডেলিভারি টাইম
রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার পর ৭ কর্মদিবসের মধ্যে ক্যাটাগরি কনফার্মেশন দেওয়া হবে।
প্রতিযোগীর ড্যাশবোর্ডে সেই ক্যাটাগরির স্ট্যাটাস দেখিয়ে নিশ্চিত করা হবে যে অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।