কার্যক্রম | তারিখ | মন্তব্য |
---|---|---|
রেজিস্ট্রেশন | ৪ সেপ্টেম্বর সকাল ১০ টা
থেকে ১০ সেপ্টেম্বর রাত ১০ টা পর্যন্ত | ২০০৬-২০১৭ সালে জন্মগ্রহণ করা বাংলাদেশী শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নিতে পারবে |
অনলাইন প্রাথমিক বাছাই পর্ব | ১৩ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে ১৪ সেপ্টেম্বর রাত ১০ টা পর্যন্ত | সকল ক্যাটাগরির অনলাইন প্রাথমিক বাছাই পর্ব গুগল ফর্মে অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ের মধ্যে যেকোনো সময় বিডিআরও ওয়েবসাইট থেকে গুগল ফর্ম ও নির্ধারিত টাস্ক নিয়ে তথ্য জানা যাবে। |
দ্বিতীয় পর্যায়ের অনলাইন বাছাই পর্বের মক | ১৮ সেপ্টেম্বর – ক্রিয়েটিভ ক্যাটাগরি
১৯ সেপ্টেম্বর – ক্রিয়েটিভ মুভি ২০ সেপ্টেম্বর – ফিজিক্যাল কম্পিউটিং | মক সেশনে জুম প্লাটফর্মে যুক্ত হয়ে প্রতিযোগীরা বাছাই পর্বের প্রস্তুতি সম্পর্কে জানতে পারবে । |
দ্বিতীয় পর্যায়ের অনলাইন বাছাই পর্ব | ২১ সেপ্টেম্বর – ক্রিয়েটিভ ক্যাটাগরি
২৭ সেপ্টেম্বর – ক্রিয়েটিভ মুভি ২৮ সেপ্টেম্বর – ফিজিক্যাল কম্পিউটিং | অনলাইনে অনুষ্ঠিত হবে জুম প্লাটফর্মে |
অফলাইন বাছাই পর্ব | ৪-৫ অক্টোবর, ২০২৪ | ভেন্যুর বিস্তারিত প্রতিযোগীরা ইমেইলে পাবে |
আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্প | ১৭-১৮ অক্টোবর, ২০২৪ | |
আন্তর্জাতিক দল প্রশিক্ষণ ক্যাম্প | ২৫ অক্টোবর,২০২৪ – ১১ জানুয়ারি,২০২৫ | চলমান |
আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড | ১৭ – ২১ জানুয়ারি, ২০২৫ | দক্ষিণ কোরিয়ার বুসান শহরে অনুষ্ঠিত হবে ২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড |
বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ডিজিটাল সার্টিফিকেট পাবে। রেজিস্ট্রেশনের পর নিম্নোক্ত ধাপসমুহে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে-
ক) অনলাইন প্রাথমিক বাছাই পর্ব – রেজিস্ট্রেশন করা সকল দলকে নিয়ে প্রথমে একটি অনলাইন প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। সকল ক্যাটাগরির অনলাইন প্রাথমিক বাছাই পর্ব নির্ধারিত গুগল ফর্মে অনুষ্ঠিত হবে ১৩-১৪ সেপ্টেম্বর ২০২৪। অনলাইন প্রাথমিক বাছাই পর্বে অংশ নেয়া বাধ্যতামূলক। এই পর্ব থেকে নির্বাচিত দলসমূহ দ্বিতীয় পর্যায়ের অনলাইন বাছাই পর্বে অংশ নিবে।
খ) দ্বিতীয় পর্যায়ের অনলাইন বাছাই পর্ব- দ্বিতীয় পর্যায়ের অনলাইন বাছাই পর্ব জুম (Zoom) প্লাটফর্মে নিচের শিডিউল অনুযায়ী অনুষ্ঠিত হবে –
ক্যাটাগরি | তারিখ | রিপোর্টিং টাইম |
---|---|---|
ক্রিয়েটিভ ক্যাটাগরি | ২১ সেপ্টেম্বর ২০২৪ | সকাল ৭ টা ৩০ মিনিট |
ক্রিয়েটিভ মুভি | ২৭ সেপ্টেম্বর ২০২৪
| সকাল ৭ টা |
ফিজিক্যাল কম্পিউটিং | ২৮ সেপ্টেম্বর ২০২৪ | সকাল ৭ টা ৩০ মিনিট |
গ) অফলাইন বাছাই পর্ব – দ্বিতীয় পর্যায়ের অনলাইন বাছাই পর্ব থেকে নির্বাচিত সেরা দলদের নিয়ে পরবর্তীতে অফলাইন বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। অফলাইন বাছাই পর্বে অংশগ্রহণকারী দলগুলোর আরও বিস্তারিত ইভালুয়েশনের মাধ্যমে ৭ম বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের বিজয়ী দলসমূহ নির্বাচিত হবে। বিজয়ী দলসমুহ এচিভমেন্ট সার্টিফিকেট,মেডেল পাবে এবং পরবর্তী পর্যায়ে আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্পে অংশগ্রহণ করবে।
তারিখ | সময় | বিষয় |
---|---|---|
৪ অক্টোবর, ২০২৪ | দুপুর ২ টা ৩০ | ক্রিয়েটিভ মুভি রিপোর্টিং টাইম |
বিকাল ৩ টা থেকে রাত ৮ টা | ক্রিয়েটিভ মুভি প্রতিযোগিতা | |
৫ অক্টোবর, ২০২৪
| সকাল ৮ টা | ক্রিয়েটিভ ক্যাটাগরি ও ফিজিক্যাল কম্পিউটিং রিপোর্টিং টাইম |
সকাল ৮ টা ৩০ থেকে দুপুর ১২ টা ৩০ | ফিজিক্যাল কম্পিউটিং প্রতিযোগিতা চলমান | |
সকাল ৮ টা ৩০ থেকে দুপুর ১ টা ৩০ | ক্রিয়েটিভ ক্যাটাগরি প্রতিযোগিতা চলমান | |
দুুপুর ১২ টা ৩০ থেকে দুপুর ১ টা ৩০ | ফিজিক্যাল কম্পিউটিং বিচারকাজ | |
দুপুর ২ টা থেকে বিকাল ৩ টা ৩০ | দুপুরের বিরতি | |
দুপুুর ১ টা ৩০ থেকে দুপুর ২ টা ৩০ | ক্রিয়েটিভ ক্যাটাগরি বিচারকাজ | |
বিকাল ৩ টা ৩০ থেকে বিকাল ৪ টা ৩০ | সকল ক্যাটাগরির ফলাফল ঘোষণা |
ঘ) অফলাইন বাছাই পর্বের বিজয়ীদের নিয়ে এরপর আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্প অনুষ্ঠিত হবে। উল্লেখ্য এই ক্যাম্পের জন্য একটি নির্দিষ্ট রেজিস্ট্রেশন ফি থাকবে। এই ক্যাম্পে প্রত্যেক অংশগ্রহণকারীর ইভালুয়েশন হবে ও নিজস্ব যোগ্যতা যাচাই বাছাই করা হবে। ক্যাম্পে যেসকল অংশগ্রহণকারী সর্বোচ্চ যোগ্যতা প্রদর্শন করতে পারবে শুধুমাত্র তারা আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নেবার জন্য নির্বাচিত হবে।
নির্বাচিত বাংলাদেশ দলের জন্য আরও বিভিন্ন প্রশিক্ষণ ও প্র্যাকটিস ক্যাম্পের আয়োজন করা হবে।