Registration

রেজিস্ট্রেশন শর্তাবলী

অবশ্যই সবার আগে রেজিস্ট্রেশন নিয়মাবলী পড়ে নেই এই লিংক থেকে।

 

*মোবাইল থেকে রেজিস্ট্রেশন করলে Google Chrome/Brave/Firefox/Safari ব্রাউজার ব্যবহার করতে হবে। 


*একই ইমেইলের দুইবার রেজিস্ট্রেশন করা যাবে না। 

এরপরে নিচের শর্তাবলী জেনে নেই রেজিষ্ট্রেশন করার আগে।

  • ১। ৭ম বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে বাংলাদেশী শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নিতে পারবে, যাদের জন্মসাল ২০০৬-২০১৭ সালের মধ্যে। রেজিস্ট্রেশন করার সময় দলের প্রত্যেক সদস্যের জন্মসনদ (Birth Certificate) বা পাসপোর্টের ডকুমেন্ট (Passport Data Page) যেখানে স্পষ্ট করে জন্মসাল উল্লেখ আছে এমন ডকুমেন্ট আপলোড করা বাধ্যতামূলক। পাশাপাশি প্রত্যেক প্রতিযোগীকে নিজের একটি ফর্মাল ছবি রেজিস্ট্রেশন ফর্মে আপলোড করতে হবে।

  • ২। এবছর তিনটি ক্যাটাগরিতে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে -

    ক) ক্রিয়েটিভ ক্যাটাগরি
    খ) ক্রিয়েটিভ মুভি
    গ) ফিজিক্যাল কম্পিউটিং

    প্রতিটি ক্যাটাগরিতে ১-৩ জন মিলে একটি দল গঠন করে অংশ নেয়া সম্ভব। তবে একটি দলের সবার জন্মসাল একই গ্রুপের অন্তর্ভুক্ত হতে হবে। মোট চারটি গ্রুপে এবছর প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে -

    ক) সিনিয়র হাই (জন্মসাল ২০০৬-২০০৮)
    খ) সিনিয়র লো (জন্মসাল ২০০৯-২০১১)
    গ) জুনিয়র হাই (জন্মসাল ২০১২-২০১৪)
    ঘ) জুনিয়র লো (জন্মসাল ২০১৫-২০১৭)

  • ৩। একটি দল চাইলে একাধিক ক্যাটাগরিতেও অংশ নিতে পারবে। তবে প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের প্রতিটি ক্যাটাগরিতে দলীয় রেজিস্ট্রেশন ফি ৬০০ (ছয়শত) টাকা। একটি দল একাধিক ক্যাটাগরিতে অংশ নিলে প্রতিটি ক্যাটাগরির জন্য নির্ধারিত দিনে অংশগ্রহণ করতে পারবে। তবে বিস্তারিত শিডিউল দেখে একটি দলের সিদ্ধান্ত নেয়া উচিত তারা একাধিক ক্যাটাগরিতে অংশগ্রহণে ইচ্ছুক কি না। উল্লেখ্য, রোবট তৈরি ও প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যাবতীয় খরচ প্রতিযোগীদের নিজেদের বহন করতে হবে। এক্ষেত্রে কোন রকম আর্থিক সহায়তা বাংলাদেশ রোবট অলিম্পিয়াড কর্তৃপক্ষ বহন করে না।

  • ৪। বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ডিজিটাল সার্টিফিকেট পাবে। রেজিস্ট্রেশনের পর নিম্নোক্ত ধাপসমুহে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে-

    ক) অনলাইন প্রাথমিক বাছাই পর্ব - রেজিস্ট্রেশন করা সকল দলকে নিয়ে প্রথমে একটি অনলাইন প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। সকল ক্যাটাগরির অনলাইন প্রাথমিক বাছাই পর্ব নির্ধারিত গুগল ফর্মে অনুষ্ঠিত হবে ১৩-১৪ সেপ্টেম্বর ২০২৪। অনলাইন প্রাথমিক বাছাই পর্বে অংশ নেয়া বাধ্যতামূলক। এই পর্ব থেকে নির্বাচিত দলসমূহ দ্বিতীয় পর্যায়ের অনলাইন বাছাই পর্বে অংশ নিবে।

    খ) দ্বিতীয় পর্যায়ের অনলাইন বাছাই পর্ব- দ্বিতীয় পর্যায়ের অনলাইন বাছাই পর্ব জুম (Zoom) প্লাটফর্মে নিচের শিডিউল অনুযায়ী অনুষ্ঠিত হবে -

ক্যাটাগরি
তারিখ
রিপোর্টিং টাইম
ক্রিয়েটিভ ক্যাটাগরি
২১ সেপ্টেম্বর ২০২৪
সকাল ৭ টা ৩০ মিনিট
ক্রিয়েটিভ মুভি
২৭ সেপ্টেম্বর ২০২৪
সকাল ৭ টা
ফিজিক্যাল কম্পিউটিং
২৮ সেপ্টেম্বর ২০২৪
সকাল ৭ টা ৩০ মিনিট
  • গ) অফলাইন বাছাই পর্ব - দ্বিতীয় পর্যায়ের অনলাইন বাছাই পর্ব থেকে নির্বাচিত সেরা দলদের নিয়ে পরবর্তীতে অফলাইন বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। অফলাইন বাছাই পর্বে অংশগ্রহণকারী দলগুলোর আরও বিস্তারিত ইভালুয়েশনের মাধ্যমে ৭ম বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের বিজয়ী দলসমূহ নির্বাচিত হবে। বিজয়ী দলসমুহ এচিভমেন্ট সার্টিফিকেট ও মেডেল অর্জন করবে এবং পরবর্তী পর্যায়ে আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্পে অংশগ্রহণ করবে।

  • ৫। অফলাইন বাছাই পর্বের বিজয়ীদের নিয়ে এরপর আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্প অনুষ্ঠিত হবে। উল্লেখ্য এই ক্যাম্পের জন্য একটি নির্দিষ্ট রেজিস্ট্রেশন ফি থাকবে। এই ক্যাম্পে প্রত্যেক অংশগ্রহণকারীর ইভালুয়েশন হবে ও নিজস্ব যোগ্যতা যাচাই বাছাই করা হবে। ক্যাম্পে যেসকল অংশগ্রহণকারী সর্বোচ্চ যোগ্যতা প্রদর্শন করতে পারবে শুধুমাত্র তারা আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নেবার জন্য নির্বাচিত হবে।

  • ৬। নির্বাচিত বাংলাদেশ দলের জন্য আরও বিভিন্ন প্রশিক্ষণ ও প্র্যাকটিস ক্যাম্পের আয়োজন করা হবে।

  • ৭। নির্বাচিত বাংলাদেশ দলের প্রশিক্ষণ ক্যাম্পের জন্য প্রযোজ্য ফিসমূহ প্রতিযোগীদের প্রদান করতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণের রেজিস্ট্রেশন ফি (পূর্বের বছর আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে প্রত্যেক প্রতিযোগীর রেজিস্ট্রেশন ফি ৪৮০ ডলার ছিল, এবছরের ফি আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড থেকে পরবর্তীতে জানানো হবে), ভিসা প্রসেসিং ফি, বিমান ভাড়া ইত্যাদি যাবতীয় খরচ প্রতিযোগীকে নিজে বহন করতে হবে।

প্রথমে অবশ্যই ৭ম  বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২৪ রেজিস্ট্রেশনের নিয়মাবলী ভালো করে পড়ে নেই। নিয়ম না জেনে রেজিস্ট্রেশন করলে এবং রেজিস্ট্রেশনের সময় কোন ভুল করলে রেজিস্ট্রেশন একসেপ্ট হবে না। রেজিস্ট্রেশনের বিস্তারিত নিয়ম জানতে নিচের লিংকে অথবা বাটনে ক্লিক কর

নিচে থাকা চেকবক্সটি ক্লিক করে শর্তাবলীতে সম্মতি প্রকাশ করলে রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে

প্রথম সদস্যের তথ্য

দলনেতার ইমেইল *
Password *
Confirm Password *
নাম (বাংলায়) *
লিঙ্গ নির্বাচন *
শিক্ষা প্রতিষ্ঠানের নাম (বাংলায়) *
শ্রেণি নির্বাচন *
 বিকল্প মোবাইল নম্বর
১১ ডিজিট
নিজের একটি ফর্মাল ছবি আপলোড করো *
Maximum file size: 10 MB
PNG/JPEG Only
বিভাগ *
জেলা *
জেলা *
জেলা *
জেলা *
জেলা *
জেলা *
জেলা *
জেলা *
নাম (ইংরেজি) *
জন্মদিন *
শিক্ষা প্রতিষ্ঠানের নাম (ইংরেজি) *
মোবাইল নম্বর *
১১ ডিজিট

জন্ম সনদ/ পাসপোর্ট এর ইনফরমেশন পাতার ছবি আপলোড করো *
Maximum file size: 10 MB
PNG/JPEG only
গ্রুপ *
ক্যাটাগরি
দলে আরেকজন সদস্য যুক্ত করতে চাও? *

দ্বিতীয় সদস্যের তথ্য

নাম (বাংলায়) *
লিঙ্গ নির্বাচন *
শিক্ষা প্রতিষ্ঠানের নাম (বাংলায়) *
শ্রেণি নির্বাচন *
 বিকল্প মোবাইল নম্বর
১১ ডিজিট
জন্ম সনদ/ পাসপোর্ট এর ইনফরমেশন পাতার ছবি আপলোড করো *
Maximum file size: 10 MB
PNG/JPEG only
বিভাগ *
জেলা *
জেলা *
জেলা *
জেলা *
জেলা *
জেলা *
জেলা *
জেলা *
নাম (ইংরেজি) *
জন্মদিন *

শিক্ষা প্রতিষ্ঠানের নাম (ইংরেজি) *
মোবাইল নম্বর *
১১ ডিজিট

নিজের একটি ফর্মাল ছবি আপলোড করো *
Maximum file size: 10 MB
PNG/JPEG Only
দলে তৃতীয় সদস্য যুক্ত করতে চাও? *

তৃতীয় সদস্যের তথ্য

নাম (বাংলায়) *
জন্মদিন *
শিক্ষা প্রতিষ্ঠানের নাম (বাংলায়) *
শ্রেণি নির্বাচন *
মোবাইল নম্বর *
১১ ডিজিট
জন্ম সনদ/ পাসপোর্ট এর ইনফরমেশন পাতার ছবি আপলোড করো *
Maximum file size: 10 MB
PNG/JPEG only
বিভাগ *
জেলা *
জেলা *
জেলা *
জেলা *
জেলা *
জেলা *
জেলা *
জেলা *
নাম (ইংরেজি) *
লিঙ্গ নির্বাচন *
শিক্ষা প্রতিষ্ঠানের নাম (ইংরেজি) *
 বিকল্প মোবাইল নম্বর
১১ ডিজিট

নিজের একটি ফর্মাল ছবি আপলোড করো *
Maximum file size: 10 MB
PNG/JPEG Only
document.addEventListener('DOMContentLoaded', function() { var checkbox = document.getElementById('terms-checkbox'); var form = document.querySelector('.hidden-form'); checkbox.addEventListener('change', function() { if (checkbox.checked) { form.style.display = 'block'; } else { form.style.display = 'none'; } }); });