নিবন্ধন

প্রথমে অবশ্যই ৭ম  বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২৪ রেজিস্ট্রেশনের নিয়মাবলী ভালো করে পড়ে নেই। নিয়ম না জেনে রেজিস্ট্রেশন করলে এবং রেজিস্ট্রেশনের সময় কোন ভুল করলে রেজিস্ট্রেশন একসেপ্ট হবে না। রেজিস্ট্রেশনের বিস্তারিত নিয়ম জানতে নিচের লিংকে অথবা বাটনে ক্লিক কর

 

https://www.bdro.org/registration_process_2024

৭ম বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২৪ এ  একাধিক ক্যাটাগরির প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তাই অবশ্যই ভালো করে বিস্তারিত সময়সূচী দেখে নিয়ে তারপর সিদ্ধান্ত নেই কোন কোন ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে ইচ্ছুক। কোন ক্যাটাগরির জন্য অতিরিক্ত সময় দেয়া হবে না। তাই একই সময়ে অনুষ্ঠেয় একাধিক ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন করলে নিজ দায়িত্বে করতে হবে।
বিস্তারিত সময়সূচী জানতে নিচের লিংকে অথবা বাটনে ক্লিক কর

 

https://www.bdro.org/schedule/

৭ম বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২৪ এর বিস্তারিত সময়সূচী জানতে এখানে ক্লিক করি

ওয়েবসাইটে প্রতিটি ক্যাটাগরির নিয়ম বিস্তারিত দেয়া আছে। তুমি যেই ক্যাটাগরিতে অংশ নিবে তার নিয়ম অবশ্যই বিস্তারিত পড়ে নিবে। এবারে নিজের একটি প্রোফাইল ক্রিয়েট করে ৬ষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২৪ এর রেজিস্ট্রেশন করার জন্য নিচের লিংকে অথবা বাটনে ক্লিক কর

 

https://reg.bdro.org/create