রিফান্ড ও রিটার্ন

বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের যেকোনো ক্যাটাগরির জন্য রেজিস্ট্রেশন করা পর কোন কারণে রেজিস্ট্রেশন বাতিল হলে ৭-১০ কর্ম দিবসের মধ্যে রেজিস্ট্রেশনের জন্য জমা দেয়া টাকা রিফান্ড করা হবে। কোন কারণে কোন প্রতিযোগী একটি ক্যাটাগরির রেজিস্ট্রেশনের পর রেজিস্ট্রেশন ফি পরিশোধ করা সত্ত্বেও রেজিস্ট্রেশন বাতিল করতে চাইলে সেক্ষেত্রেও ৭-১০ কর্ম দিবসের মধ্যে তার রেজিস্ট্রেশন ফি রিটার্ন করা হবে।

 

রেজিস্ট্রেশনের পর কোন সমস্যা লক্ষ্য করলে বা তথ্য সরবরাহে কোন ভুল খেয়াল হয়ে কিংবা ভুল দলের সদস্য নির্বাচন করলে অবশ্যই আমাদের কাছে লিখিত অভিযোগ করুন, এক্ষেত্রে ইমেইল কে টপ প্রায়োরিটি দেয়া হবে তবে ছোট সমস্যার জন্য ফোন করে বা ফেইসবুক ইনবক্স করে হেল্প নিতে পারেন।

একটি ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন যদি কোন কারণে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড কর্তৃপক্ষ বাতিল করে তাহলেও ৭-১০ কর্ম দিবসের মধ্যে সেটা রিফান্ড করা হবে। তবে রেজিস্ট্রেশন বাতিল হলে আবার পুনরায় রেজিস্ট্রেশন করার সুযোগও থাকবে।

 

রেজিস্ট্রেশন বাতিল হবার পর ফি ক্যাশব্যাক পেতে আমাদের সাথে যোগাযোগ করুন- ০১৩১৬৮১৪৬৩৩ or bdro@bdosn.org

 

Scroll to Top