শুরু হলো দেশব্যাপী আইআরও বাংলাদেশ ওপেন-২০২৫ এর অ্যাক্টিভেশন কার্যক্রম

২৩ জুলাই, ২০২৫, ঢাকাঃ  অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড(আইআরও)-তে অংশগ্রহণের জন্য বাংলাদেশের জাতীয় দল বাছাই কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড (বিডিআরও) আজ  চট্টগ্রাম বিভাগের মাধ্যমে শুরু করলো সারাদেশব্যাপী অ্যাক্টিভেশন কার্যক্রম, যার লক্ষ্য হলো দেশের শিক্ষার্থীদের রোবোটিকস ও এই অলিম্পিয়াড সম্পর্কে অবহিত করা এবং অংশগ্রহণে উৎসাহিত করা। রোবটিক্সের এই সম্মানজনক প্রতিযোগিতায় ২০১৮ সাল থেকে অংশ নিচ্ছে বাংলাদেশ দল।

 

আন্তর্জাতিকে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড (বিডিআরও) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) যৌথভাবে বাংলাদেশ দল নির্বাচনের কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশ দলের জন্য যোগ্য সদস্য বাছাই ও প্রস্তুতির জন্য এই রোবট অলিম্পিয়াডের আয়োজন, যার রেজিষ্ট্রেশন শুরু হবে আগস্টে এবং জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরে।

 

এই অ্যাক্টিভেশন প্রোগ্রামগুলো দেশের আটটি বিভাগেই আয়োজন করা হবে যা আগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত চলমান থাকবে। গতকাল ২২শে জুলাই কুমিল্লা জিলা স্কুল এবং শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাক্টিভেশনের মধ্য দিয়ে এই পরিকল্পনার সূচনা হলো এবং আজ ২৩শে জুলাই চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে অ্যাক্টিভেশনের মাধ্যমে চট্টগ্রাম বিভাগের কার্যক্রম শেষ হলো।

 

এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের রোবোটিকস বিষয়ে প্রাথমিক ধারণা দেয়া হয়েছে, রোবটের বিভিন্ন উপকরণ যেমন সেন্সর, মোটর, ডেভেলপমেন্ট বোর্ড, ব্যাটারি ইত্যাদির সাথে পরিচয় করানো হয়েছে। একই সঙ্গে এই বছর আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের মূলথিম ‘স্পেস রোবট’- এর সম্পর্কে ধারণা প্রদান এবং আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের ক্রিয়েটিভ ক্যাটাগরি, ক্রিয়েটিভ মুভি, ফিজিক্যাল কম্পিউটিং সেগমেন্ট   সম্পর্কে আলোচনা করা হয়েছে। পাশাপাশি জাতীয় পর্বের বিশেষ ক্যাটাগরি রোবটিকস কুইজ নিয়েও ধারণা দেয়া হয়। অ্যাক্টিভেশন প্রোগ্রামের আরেকটি আকর্ষণীয় অংশ হিসেবে ছিল, ‘মিনি মার্স রোভার মিশন চ্যালেঞ্জ’, যেখানে শিক্ষার্থীরা একটি মিনি রোভার রোবট ব্যবহার করে একটি নির্দিষ্ট মিশন সমাধানের মাধ্যমে রোবটিকসের ব্যবহারিক দিকটি উপলব্ধি করতে পেরেছে।

 

এবারের আইআরও বাংলাদেশ ওপেন-এ বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা হবে। এর মধ্যে রয়েছে ক্রিয়েটিভ ক্যাটাগরি, ক্রিয়েটিভ মুভি ক্যাটাগরি এবং ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরি। প্রতিযোগিতাগুলো তিনটি বিভাগে বিভক্ত থাকবে: জুনিয়র লো (১ম-৪র্থ শেণি), জুনিয়র হাই (৫ম-৬ষ্ঠ শেণি) এবং সিনিয়র (৭ম-১২শ শ্রেণি)। প্রতিবছরের মতো এবারও রোবট বিষয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য শুধুমাত্র জাতীয় পর্বে একটি রোবটিক্স কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে যা আন্তর্জাতিক প্রতিযোগিতার সাথে সম্পৃক্ত নয়।

আইআরও বাংলাদেশ ওপেন ২০২৫ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন – https://bdro.org