Loading Events

মূলথিম নিয়ে রিসার্চ ও অনুসন্ধানমূলক কর্মশালা

এপ্রিল 19, 2024 @ 10:00 পূর্বাহ্ন - 3:00 অপরাহ্ন
বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল এবছরের মূলথিম যথাযথভাবে স্টাডি করে কোন কোন সমস্যা রোবট দিয়ে সমাধান করা যাবে সেগুলো খুঁজে বের করা।
এবছরের মূলথিম হল – Future Marine City Busan: Industry, Tourism, Culture
বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক তাই যৌথভাবে মূলথিম নিয়ে রিসার্চ করার ব্যাপারে একটি বিশেষ প্রস্তুতিমূলক কর্মশালা আয়োজন করছে।

 

যারা অংশ নিতে পারবে- বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে অংশ নিতে আগ্রহী ২০০৬-২০১৭ সালের মধ্যে জন্মগ্রহণ করা যেকোনো বাংলাদেশী শিক্ষার্থী
আসন সংখ্যা – ৩০ ( আসন সংখ্যা শেষ হয়ে গেলে নিবন্ধন বন্ধ করে দেয়া হবে)
রেজিস্ট্রেশনের শেষ সময় – ১৬ এপ্রিল ২০২৪, রাত ১১ টা ৫০ মিনিট।
ক্যাম্পের সময় – ১৯ এপ্রিল ২০২৪, সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা
ক্যাম্প ভেন্যু – ১২ তলা, ৭৫৮ সাতমসজিদ রোড, ঢাকা (আবাহনী মাঠের বিপরীত পাশে)

এই ক্যাম্পে রোবট তৈরি করা শিখানো হবে না। কিন্তু যারা বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে এবছর অংশ নিতে চায় তাদের বিস্তারিত দিকনির্দেশনা দেয়া হবে কীভাবে এবছরের মূলথিম নিয়ে রিসার্চ করে বিভিন্ন সমস্যা খুঁজে বের করতে হবে এবং সেই অনুযায়ী রোবট তৈরি করে সমস্যা সমাধানের জন্য কীভাবে যথাযথ পরিকল্পনা করা যাবে।

বিশেষ দ্রষ্টব্য –
ক) ক্যাম্পে অংশগ্রহণকারী প্রত্যেক শিশু ক্যাম্পে অংশগ্রহণের সার্টিফিকেট পাবে।
খ) শিক্ষার্থীকে নিজের ল্যাপটপ/মোবাইল ও মোবাইল ডাটা সাথে করে নিয়ে আসতে পারলে ভালো, তবে আনা বাধ্যতামূলক নয়।
গ) কর্মশালায় কোন খাবার দেয়া হবে না। তবে খাবার ও নামাজের বিরতি থাকবে সে সময়ে কোন শিক্ষার্থী চাইলে বাসা থেকে আনা খাবার খেতে পারবে।

বিস্তারিত জানতে ও রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন এই লিংকে – https://forms.gle/z7GUX9Gqyw7WjsJ56

Share This Event

  • This event has passed.

Details

Venue

Organizer