Subtheme Analysis Workshop

Loading Events

Subtheme Analysis Workshop

আগস্ট 30 @ 10:00 পূর্বাহ্ন - 4:00 অপরাহ্ন
বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে যারা এবছর ক্রিয়েটিভ ক্যাটাগরি, ফিজিক্যাল কম্পিউটিং ও ক্রিয়েটিভ মুভি (পূর্বের নাম রোবট ইন মুভি) ক্যাটাগরিতে অংশ নিবে, ভেন্যুতে তাদেরকে তাৎক্ষনিক সাবথিম দেয়া হবে। সাবথিম থাকবে মূলথিমেরই অংশবিশেষ। কিন্তু সাবথিমের উপর নির্ভর করেই তখন রোবট বানাতে হবে এসব ক্যাটাগরিতে। 
 
মূলথিমের অধীনে শত শত সাবথিম থাকতে পারে। তাই সাবথিম নিয়ে এনালাইসিস করা, রিসার্চ করা ও ভেন্যুতে সাবথিম অনুযায়ী যথাযথ রোবট তৈরির জন্য দরকার বিশেষ প্রস্তুতি। 
 
বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক তাই যৌথভাবে সাবথিম এনালাইসিস করার ব্যাপারে একটি বিশেষ প্রস্তুতিমূলক কর্মশালা আয়োজন করছে।
 
যারা অংশ নিতে পারবে- বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে অংশ নিতে আগ্রহী ২০০৬-২০১৭ সালের মধ্যে জন্মগ্রহণ করা যেকোনো বাংলাদেশী শিক্ষার্থী
আসন সংখ্যা – ২৫ ( আসন সংখ্যা শেষ হয়ে গেলে নিবন্ধন বন্ধ করে দেয়া হবে)
রেজিস্ট্রেশনের শেষ সময় – ২৭ আগস্ট ২০২৪, রাত ১১ টা ৫০ মিনিট।
ক্যাম্পের সময় – ৩০ আগস্ট ২০২৪, সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা
ক্যাম্প ভেন্যু – ধানমন্ডি, ঢাকা (বিস্তারিত পরে জানানো হবে)

*** এই কর্মশালায় রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন বাতিল করার কোন সুযোগ নেই।
 
এই ক্যাম্পে রোবট তৈরি করা শিখানো হবে না। কিন্তু যারা বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে এবছর অংশ নিতে চায় তাদের বিস্তারিত দিকনির্দেশনা দেয়া হবে কীভাবে এবছরের সাবথিম নিয়ে এনালাইসিস করে বিভিন্ন সমস্যা খুঁজে বের করতে হবে এবং সেই অনুযায়ী ভেন্যুতে তাৎক্ষনিক রোবট তৈরি করে সমস্যা সমাধানের জন্য কীভাবে যথাযথ পরিকল্পনা করা যাবে। 

বিশেষ দ্রষ্টব্য –
ক) ক্যাম্পে অংশগ্রহণকারী প্রত্যেক শিশু ক্যাম্পে অংশগ্রহণের সার্টিফিকেট পাবে।
খ) এই কর্মশালা চলাকালীন সময়ে বিভিন্ন গ্রুপ ডিসকাশন, প্ল্যানিং সংক্রান্ত নানারকম লেখার কাজ থাকবে। তাই শিক্ষার্থীকে অবশ্যই সাথে করে খাতা, কলম, পেন্সিল নিয়ে আসতে হবে এবং কর্মশালার প্রতিটি কাজে ফোকাস থেকে একটিভ হয়ে সম্পূর্ণ করতে হবে।
গ) কর্মশালায় শিক্ষার্থীদের জন্য সকালের নাশতা ও দুপুরের খাবারের ব্যবস্থা থাকবে।
ঘ) কর্মশালাটিতে অভিভাবকদের জন্য কোন ওয়েটিং জোন নেই। যথা সময়ে শিক্ষার্থীকে কর্মশালায় দিয়ে যেতে হবে এবং কর্মশালা শেষ হলে আবার ফেরত নিতে হবে।  

রেজিস্ট্রেশনের নিয়ম –
১. প্রথমেই বিকাশের মাধ্যমে নিবন্ধন ফি প্রদান করতে হবে।
বিকাশ নম্বর: 01316814633
২. এই বিকাশ নম্বর একটি  মারচেন্ট নম্বর। তাই বিকাশের Make Payment অপশন ব্যবহার করে শুধুমাত্র ক্যাম্পে অংশ নিতে চাইলে ১৩০০ টাকা (এক হাজার তিনশত টাকা) বিকাশ পেমেন্ট করতে হবে। নিবন্ধনের জন্য বিকাশের ফিরতি ম্যাসেজের ট্রাঞ্জেকশন আইডি (TrxID) সংরক্ষণ বা সেভ করতে হবে।
৩. এরপর এই ফর্মটি ( https://forms.gle/RwEkuwWbvYhMWDNR6 ) পূরণ করতে হবে। ফর্মটি পূরণের সময় নির্ধারিত ট্রাঞ্জেকশন আইডিটি (TrxID) ফর্মে উল্লেখ করতে হবে।
৪. রেজিস্ট্রেশনের শেষ সময় – ২৮ জুলাই ২০২৪, রাত ১১ টা ৫০ মিনিট। কিন্তু, নির্দিষ্ট আসন শেষ হয়ে গেলে তার আগেই রেজিস্ট্রেশন ফর্ম বন্ধ হয়ে যাবে। 

যেকোনো প্রয়োজনে যোগাযোগ
মিশাল ইসলাম
01521439711
(যেকোনো দিন সকাল ১০ টা থেকে বিকাল ৫টার মধ্যে যোগাযোগ করা যাবে)
 

Share This Event

  • This event has passed.

Details

Date:
আগস্ট 30
Time:
10:00 পূর্বাহ্ন - 4:00 অপরাহ্ন
Cost:
৳1300
Event Category:
Website:
https://forms.gle/SwapCuF6gwiP6VMKA

Venue

Bangladesh Robot Olympiad
Bangladesh Robot Olympiad,758 Satmasjid Road
Dhaka, 1209 Bangladesh
+ Google Map
Phone
+880 15 2143 9711
View Venue Website

Organizer

Bangladesh Robot Olympiad
Phone
+8801521439711
Email
bdro@bdosn.org
View Organizer Website