অনলাইন স্কুল অব রোবটিকস ক্যাম্প এপ্রিল ২০২৪
বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের প্রস্তুতি নেবার জন্য প্রাথমিক ধাপ হল রোবটিকসে হাতেকলমে ধারণা নেয়া। বাংলাদেশের প্রেক্ষাপটে আরডুইনো দিয়ে এই হাতেকলমে ধারণা শুরুতে গ্রহণ করা সহজ।
বাংলাদেশ রোবট অলিম্পিয়াড সারাদেশের শিক্ষার্থীদের জন্য অনলাইনে আয়োজন করছে একটি ৫ দিনব্যাপী অনলাইন স্কুল অব রোবটিকস ক্যাম্প!
এই ক্যাম্পে আগে কখনও আরডুইনো বা রোবটিকস নিয়ে কাজ করে নি এমন ৭-১৮ বছর বয়সী শিক্ষার্থীরা অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে সিমুলেশনের সাহায্য বেসিক রোবটিকস শেখার সুযোগ পাবে।
৫০০ টাকা নিবন্ধন ফি প্রদান করে তুমিও তাই এই ক্যাম্পে নিবন্ধন করে ফেলতে পারো।
যারা অংশ নিতে পারবে- আগে কখনও আরডুইনো বা রোবটিকস নিয়ে কাজ করে নি এমন ৭-১৮ বছর বয়সী শিক্ষার্থী
রেজিস্ট্রেশন ফি – ৫০০ টাকা
রেজিস্ট্রেশনের শেষ সময় – ২৪ এপ্রিল ২০২৪
ক্যাম্পের সময় – ২৬ থেকে ৩০ এপ্রিল , প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ৭টা
ক্যাম্পের কারিকুলাম –
রোবট সম্পর্কে প্রাথমিক ধারণা , ইলেক্ট্রনিক্সে হাতেখড়ি , আরডুইনো পরিচিতি , এলইডি ব্লিঙ্ক (ডিজিটাল আউটপুট) , এলইডি ফেডিং (এনালগ আউটপুট) , সেন্সর পরিচিতি, পুশবাটন (ডিজিটাল ইনপুট ), পটেনশিওমিটার (এনালগ ইনপুট) , সোনার সেন্সর, আইআর সেন্সর, সারভো মোটর, এলসিডি ডিসপ্লে, বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের প্রস্তুতি।
বিশেষ দ্রষ্টব্য – ৫ দিনের পুরো কোর্স যারা সফলভাবে সম্পন্ন করবে তারা ডিজিটাল সার্টিফিকেট পাবে।
রেজিস্ট্রেশনের নিয়ম –
১. প্রথমেই বিকাশের মাধ্যমে নিবন্ধন ফি প্রদান করতে হবে।
বিকাশ নম্বর: 01316814633
২. এই বিকাশ নম্বর একটি মারচেন্ট নম্বর। তাই বিকাশের Make Payment অপশন ব্যবহার করে ৫০০/= (পাঁচশত টাকা মাত্র ) বিকাশ পেমেন্ট করতে হবে। নিবন্ধনের জন্য বিকাশের ফিরতি ম্যাসেজের ট্রাঞ্জেকশন আইডি (TrxID) সংরক্ষণ বা সেভ করতে হবে।
৩. এরপর এই ফর্মটি ( https://forms.gle/SWHwLaJ4GTppGUnt5 ) পূরণ করতে হবে। ফর্মটি পূরণের সময় নির্ধারিত ট্রাঞ্জেকশন আইডিটি (TrxID) ফর্মে উল্লেখ হবে।
৪. রেজিস্ট্রেশনের শেষ সময় – ২৪ এপ্রিল ২০২৪
যেকোনো প্রয়োজনে যোগাযোগ
মিশাল ইসলাম
01521439711