সারাবিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক প্রতিবছর মেয়ে শিশু ও নারীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পড়াশোনা ও ক্যারিয়ার গঠনে উৎসাহিত করতে গার্লস ইন আইসিটি উদযাপন করে থাকে।তারই ধারাবাহিকতায় এবছর আয়োজিত হচ্ছে লুনা সামসুদ্দোহা গার্লস ইন আইসিটি সপ্তাহ উদযাপন। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজনে ও দোহাটেক এর অনুপ্রেরণায় এই উদযাপনের অন্যতম অনুষঙ্গ হিসেবে আয়োজিত হচ্ছে লুনা সামসুদ্দোহা হাই স্কুল গার্লস রোবটিক্স প্রোজেক্ট শো। এই প্রতিযোগিতার সহযোগী হিসেবে আছে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ও ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ।যারা অংশ নিতে পারবে- ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণির মেয়ে শিক্ষার্থী। রেজিস্ট্রেশন ফি - ১০০ টাকা। রেজিস্ট্রেশনের শেষ সময় - ২২ এপ্রিল ২০২৪, রাত ১১ টা ৫০ মিনিট।প্রতিযোগিতার সময় - ২৬ এপ্রিল ২০২৪, সকাল ৮ টা ৩০ থেকে দুপুর ১ টা ।ভেন্যু - ১২ তলা, ৭৫৮ সাতমসজিদ রোড, ঢাকা (আবাহনী মাঠের বিপরীত পাশে)