অনলাইন স্কুল অব রোবটিকস ক্যাম্প এপ্রিল ২০২৪
Onlineবাংলাদেশ রোবট অলিম্পিয়াডের প্রস্তুতি নেবার জন্য প্রাথমিক ধাপ হল রোবটিকসে হাতেকলমে ধারণা নেয়া। বাংলাদেশের প্রেক্ষাপটে আরডুইনো দিয়ে এই হাতেকলমে ধারণা শুরুতে গ্রহণ করা সহজ। বাংলাদেশ রোবট অলিম্পিয়াড সারাদেশের শিক্ষার্থীদের জন্য অনলাইনে আয়োজন করছে একটি ৫ দিনব্যাপী অনলাইন স্কুল অব রোবটিকস ক্যাম্প!এই ক্যাম্পে আগে কখনও আরডুইনো বা রোবটিকস নিয়ে কাজ করে নি এমন ৭-১৮ বছর বয়সী শিক্ষার্থীরা অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে সিমুলেশনের সাহায্য বেসিক রোবটিকস শেখার সুযোগ পাবে।
এক্ষেত্রে গুগল মিটে যুক্ত হয়ে রোবটিকসে হাতেখড়ি নেয়া যাবে সরাসরি আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের মেন্টর থেকে। ক্যাম্পটি কোন লাইভ সম্প্রচার করা হবে না ফেসবুকে এবং কোন রেকর্ডিং থাকবে না। ৫০০ টাকা নিবন্ধন ফি প্রদান করে তুমিও তাই এই ক্যাম্পে নিবন্ধন করে ফেলতে পারো।