দ্বিতীয় পর্যায়ের অনলাইন বাছাই পর্ব– ফিজিক্যাল কম্পিউটিং
Onlineঅনলাইনে অনুষ্ঠিত হবে জুম প্লাটফর্মে
অনলাইনে অনুষ্ঠিত হবে জুম প্লাটফর্মে
৪ অক্টোবর অনুষ্ঠিত হবে ৭ম বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২৪ এর ক্রিয়েটিভ মুভি ক্যাটাগরির চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা। নির্বাচিত শিক্ষার্থীরা ভেন্যুতে পাওয়া সাবথিম অনুযায়ী রোবট তৈরি করে মুভি বানিয়ে অংশ নিবে।
৫ অক্টোবর অনুষ্ঠিত হবে ৭ম বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২৪ এর ক্রিয়েটিভ ক্যাটাগরি ও ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরির চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা। নির্বাচিত শিক্ষার্থীরা ভেন্যুতে পাওয়া সাবথিম অনুযায়ী রোবট তৈরি করবে। একই দিন বিকালে সকল ক্যাটাগরির ফলাফল ঘোষণার মাধ্যমে সমাপ্তি ঘটবে এই কার্যক্রম।
১৭ অক্টোবর থেকে রাজধানী ঢাকায় শুরু হবে দুইদিনব্যাপী ২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্বাচনী ক্যাম্প। ৭ম বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের বিজয়ীদের নিয়ে এই ক্যাম্পটি অনুষ্ঠিত হবে প্রত্যেক বিজয়ীর স্বতন্ত্র ইভালুয়েশন ও পারফরম্যান্স যাচাইয়ের মাধ্যমে বাংলাদেশ দল নির্বাচনের জন্য। নির্বাচিত বাংলাদেশ দল অংশ নিবে দক্ষিণ কোরিয়ার বুসানে ২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে।
অনেক শিশুই এখন ব্লক বেজ কোডিং শিখে। ব্লক বেজ কোডিং দিয়েই সহজে চাইলে শিশুরা রোবটিক্সও শিখতে পারে। তাই যেসব শিশুর রোবটিকসের কোন ধারণা নেই, তাদের খুব সহজে ব্লকবেজ কোডিং দিয়ে রোবটিক্স শেখার বিশেষ একটি একদিনের কর্মশালা আয়োজিত হচ্ছে। বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের যৌথ আয়োজনে এই ক্যাম্প শেষে একজন শিশু হাতেকলমে ৭