

Creative Movie Preparation Boost
জুলাই 30 @ 8:00 অপরাহ্ন - 9:00 অপরাহ্ন
সামনে আসতে যাচ্ছে IRO Bangladesh Open 2025.
এবছরের মূলথিম Space Robot অন্য বছরগুলোর তুলনায় বেশ ভিন্ন এবং চ্যালেঞ্জিং। ক্রিয়েটিভ মুভি সেগমেন্টে যারা এবছর অংশ নেবার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের তাই এবছরের প্রস্তুতি নিয়ে যথাযথ দিকনির্দেশনা দিতে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক যৌথভাবে একটি অনলাইন লেকচার আয়োজন করছে – Creative Movie Preparation Boost
এই লেকচারে এবছরের জন্য ক্রিয়েটিভ মুভির প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ক্রিয়েটিভ মুভি সেগমেন্টে সিনিয়র গ্রুপ থেকে গোল্ড মেডেল অর্জনকারী শিক্ষার্থী নাশীতাত যাইনাহ রহমান ও নামিয়া রওজাত নুবালা।
যারা অংশ নিতে পারবে- এবছর রোবট অলিম্পিয়াডের প্রস্তুতি নিচ্ছে এমন যেকোনো শিক্ষার্থী
রেজিস্ট্রেশন ফি – ২০০ টাকা
রেজিস্ট্রেশন ফি – ২০০ টাকা
রেজিস্ট্রেশনের শেষ সময় – ২৮ জুলাই ২০২৫ , রাত ১১ টা ৫০ মিনিট।
*** রেজিস্ট্রেশন করার পর সেটি ক্যান্সেল করার বা রিফান্ড করার সুযোগ নেই।
লেকচারের সময় – ৩০ জুলাই ২০২৫, রাত ৮ টা থেকে রাত ৯ টা
প্ল্যাটফর্ম – গুগল মিট
প্ল্যাটফর্ম – গুগল মিট
বিশেষ দ্রষ্টব্য –
ক) অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী অংশগ্রহণের ডিজিটাল সার্টিফিকেট পাবে।
খ) এই লেকচারের কোন রেকর্ড থাকবে না, সরাসরি অনলাইন সেশনে যুক্ত হতে হবে।
ক) অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী অংশগ্রহণের ডিজিটাল সার্টিফিকেট পাবে।
খ) এই লেকচারের কোন রেকর্ড থাকবে না, সরাসরি অনলাইন সেশনে যুক্ত হতে হবে।
রেজিস্ট্রেশনের নিয়ম –
১. প্রথমেই বিকাশের মাধ্যমে নিবন্ধন ফি প্রদান করতে হবে।
বিকাশ নম্বর: 01316814633
২. এই বিকাশ নম্বর একটি মারচেন্ট নম্বর। তাই বিকাশের Make Payment (পেমেন্ট) অপশন ব্যবহার করে শুধুমাত্র ক্যাম্পে অংশ নিতে চাইলে ২০০ টাকা (দুইশত টাকা) বিকাশ পেমেন্ট করতে হবে। নিবন্ধনের জন্য বিকাশের ফিরতি ম্যাসেজের ট্রাঞ্জেকশন আইডি (TrxID) সংরক্ষণ বা সেভ করতে হবে।
৩. এরপর এই ফর্মটি ( https://forms.gle/CAzvDy4A4fnDP468A ) পূরণ করতে হবে। ফর্মটি পূরণের সময় নির্ধারিত ট্রাঞ্জেকশন আইডিটি (TrxID) ফর্মে উল্লেখ হবে।
১. প্রথমেই বিকাশের মাধ্যমে নিবন্ধন ফি প্রদান করতে হবে।
বিকাশ নম্বর: 01316814633
২. এই বিকাশ নম্বর একটি মারচেন্ট নম্বর। তাই বিকাশের Make Payment (পেমেন্ট) অপশন ব্যবহার করে শুধুমাত্র ক্যাম্পে অংশ নিতে চাইলে ২০০ টাকা (দুইশত টাকা) বিকাশ পেমেন্ট করতে হবে। নিবন্ধনের জন্য বিকাশের ফিরতি ম্যাসেজের ট্রাঞ্জেকশন আইডি (TrxID) সংরক্ষণ বা সেভ করতে হবে।
৩. এরপর এই ফর্মটি ( https://forms.gle/CAzvDy4A4fnDP468A ) পূরণ করতে হবে। ফর্মটি পূরণের সময় নির্ধারিত ট্রাঞ্জেকশন আইডিটি (TrxID) ফর্মে উল্লেখ হবে।
যেকোনো প্রয়োজনে যোগাযোগ
মিশাল ইসলাম
01521439711
(সকাল ১০ টা থেকে বিকাল ৫ টার মধ্যে)