ড্রোন মেজ ক্যাটাগরির ২ দিনব্যাপী প্রস্তুতিমূলক ক্যাম্প
Bangladesh Open Source Network Level 12, 758 Satmasjid Road Dhaka, Dhaka, Dhaka, Bangladeshবাংলাদেশ রোবট অলিম্পিয়াডের অন্যতম একটি ক্যাটাগরি- ড্রোন মেজ।এই ক্যাটাগরিতে একটি ড্রোনকে প্রোগ্রামিং করতে হবে যেন ড্রোনটি নিজে নিজে একটি ত্রিমাত্রিক মেজ (গোলকধাঁধা) সমাধান করে নিজের মিশন সম্পন্ন করতে পারে।ড্রোন মেজ ক্যাটাগরির প্রস্তুতির আদ্যোপান্ত নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দিতে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড, বাংলাদেশ ফ্লায়িং ল্যাবস এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) যৌথভাবে ঢাকায় আয়োজন করছে একটি ২ দিনব্যাপী প্রস্তুতিমূলক ক্যাম্প! ক্যাম্পে টেলো এডু ড্রোন দিয়ে ড্রোনের বেসিক প্রোগ্রামিং শিখানো হবে যেন একটি নির্দিষ্ট মেজ সলভ করা যায়।