Loading Events

দ্বিতীয় পর্যায়ের অনলাইন বাছাই পর্ব-ক্রিয়েটিভ ক্যাটাগরি

সেপ্টেম্বর 21, 2024 @ 7:30 পূর্বাহ্ন - 5:00 অপরাহ্ন

ক্রিয়েটিভ ক্যাটাগরিতে দ্বিতীয় পর্যায়ের জন্য নির্বাচিত দলগুলোকে নিয়ে পরবর্তী পর্ব অনুষ্ঠিত হবে আগামী ২১ সেপ্টেম্বর।
তবে তার আগে জুম প্লাটফর্মে অংশ নেবার প্রস্তুতি হিসেবে একটি মক সেশন অনুষ্ঠিত হবে ১৮ সেপ্টেম্বর বিকাল ৫ টা ৩০ থেকে সন্ধ্যা ৬ টা ৩০ পর্যন্ত।
এজন্য ক্রিয়েটিভ ক্যাটাগরিতে দ্বিতীয় পর্বে অংশ নিতে নির্বাচিত হওয়া সকল টিমের দলনেতাকে ইমেইলে মক সেশনে অংশ নেবার লিংক পাঠিয়ে দেয়া হয়েছে।
কোন দলের দলনেতা ইমেইল খুঁজে না পেলে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে যোগাযোগ করতে হবে।

একইভাবে পরবর্তীতে অন্য ক্যাটাগরিগুলোর ইমেইল পাঠানো হবে।

Share This Event

  • This event has passed.

Details

Venue

  • Online

Organizer