বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ডিজিটাল সার্টিফিকেট পাবে। রেজিস্ট্রেশনের পর নিম্নোক্ত ধাপসমুহে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে-
ক) অনলাইন প্রাথমিক বাছাই পর্ব – রেজিস্ট্রেশন করা সকল দলকে নিয়ে প্রথমে একটি অনলাইন প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। সকল ক্যাটাগরির অনলাইন প্রাথমিক বাছাই পর্ব নির্ধারিত গুগল ফর্মে অনুষ্ঠিত হবে ১৩-১৪ সেপ্টেম্বর ২০২৪। অনলাইন প্রাথমিক বাছাই পর্বে অংশ নেয়া বাধ্যতামূলক। এই পর্ব থেকে নির্বাচিত দলসমূহ দ্বিতীয় পর্যায়ের অনলাইন বাছাই পর্বে অংশ নিবে।
খ) দ্বিতীয় পর্যায়ের অনলাইন বাছাই পর্ব- দ্বিতীয় পর্যায়ের অনলাইন বাছাই পর্ব জুম (Zoom) প্লাটফর্মে নিচের শিডিউল অনুযায়ী অনুষ্ঠিত হবে –
গ) অফলাইন বাছাই পর্ব – দ্বিতীয় পর্যায়ের অনলাইন বাছাই পর্ব থেকে নির্বাচিত সেরা দলদের নিয়ে পরবর্তীতে অফলাইন বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। অফলাইন বাছাই পর্বে অংশগ্রহণকারী দলগুলোর আরও বিস্তারিত ইভালুয়েশনের মাধ্যমে ৭ম বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের বিজয়ী দলসমূহ নির্বাচিত হবে। বিজয়ী দলসমুহ এচিভমেন্ট সার্টিফিকেট,মেডেল পাবে এবং পরবর্তী পর্যায়ে আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্পে অংশগ্রহণ করবে।
ঘ) অফলাইন বাছাই পর্বের বিজয়ীদের নিয়ে এরপর আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্প অনুষ্ঠিত হবে। উল্লেখ্য এই ক্যাম্পের জন্য একটি নির্দিষ্ট রেজিস্ট্রেশন ফি থাকবে। এই ক্যাম্পে প্রত্যেক অংশগ্রহণকারীর ইভালুয়েশন হবে ও নিজস্ব যোগ্যতা যাচাই বাছাই করা হবে। ক্যাম্পে যেসকল অংশগ্রহণকারী সর্বোচ্চ যোগ্যতা প্রদর্শন করতে পারবে শুধুমাত্র তারা আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নেবার জন্য নির্বাচিত হবে।
নির্বাচিত বাংলাদেশ দলের জন্য আরও বিভিন্ন প্রশিক্ষণ ও প্র্যাকটিস ক্যাম্পের আয়োজন করা হবে।
আইআরও বাংলাদেশ ওপেন ২০২৫
সময়সূচি
রেজিস্ট্রেশনের পর নিম্নোক্ত ধাপসমুহে অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে-
ক) অনলাইন প্রাথমিক বাছাই পর্ব – রেজিস্ট্রেশন করা সকল দলকে নিয়ে প্রথমে একটি অনলাইন প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। সকল ক্যাটাগরির অনলাইন প্রাথমিক বাছাই পর্ব নির্ধারিত গুগল ফর্মে অনুষ্ঠিত হবে ২৯-৩০ আগস্ট ২০২৫। অনলাইন প্রাথমিক বাছাই পর্বে অংশ নেয়া বাধ্যতামূলক। এই পর্ব থেকে নির্বাচিত শিক্ষার্থীরা বাংলাদেশ পর্বে অংশ নিবে।
খ) বাংলাদেশ পর্ব- অনলাইন প্রাথমিক বাছাই পর্ব থেকে নির্বাচিত সেরা দলদের নিয়ে পরবর্তীতে নিচের শিডিউল অনুযায়ী বাংলাদেশ পর্ব অনুষ্ঠিত হবে –
একইসময়ে অনুষ্ঠিত ক্যাটাগরির মধ্যে সর্বোচ্চ একটিতে অংশ নেয়া যাবে। তাই যথাযথ শিডিউল বিবেচনা করে দলগুলোকে নিজেদের ক্যাটাগরি নির্বাচন করতে হবে।
প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে।
দলীয় ক্যাটাগরি (ক্রিয়েটিভ ক্যাটাগরি, ক্রিয়েটিভ মুভি এবং ফিজিক্যাল কম্পিউটিং এর রেজিস্ট্রেশন ফি নিম্নরূপ –
রোবটিকস কুইজের রেজিস্ট্রেশন ফি নিম্নরূপ-
একটি দল একাধিক ক্যাটাগরিতে অংশ নিলে প্রতিটি ক্যাটাগরির জন্য নির্ধারিত দিনে অংশগ্রহণ করতে পারবে। তবে বিস্তারিত শিডিউল দেখে একটি দল সিদ্ধান্ত নিবে তারা কোন কোন ক্যাটাগরিতে অংশ নিতে পারবে। উল্লেখ্য, রোবট তৈরি ও প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যাবতীয় খরচ প্রতিযোগীদের নিজেদের বহন করতে হবে।

