আমাদের সম্পর্কে

বাংলাদেশ রোবট অলিম্পিয়াড অনূর্ধ্ব ১৮ বছর বয়সী বাংলাদেশী খুদে রোবটবিদদের মেধা অন্বেষণের একটি অলিম্পিয়াড। আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড নামক বিশ্বমঞ্চে রোবটিক্স বিষয়ে অনূর্ধ্ব ১৮ শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশকে উপস্থাপন করার জন্য সেরা খুদে রোবটবিদদের বাছাই করা হয়। ৭-১৮ বছরের শিক্ষার্থীরা ৩ টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে– ক্রিয়েটিভ ক্যাটাগরি, ক্রিয়েটিভ মুভি এবং ফিজিক্যাল কম্পিউটিং।

বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে যারা ক্রিয়েটিভ ক্যাটাগরি, ক্রিয়েটিভ মুভি ও ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরিতে বিজয়ী হয় তাদের নিয়ে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের দল নির্বাচনী ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই ক্যাম্প থেকে শিক্ষার্থীদের যোগ্যতা ও পারফরম্যান্স যাচাই বাছাই করে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্বাচন করা হয় যারা আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।

২০১৮ সাল থেকে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড থেকে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্বাচন করা হয়। ২০১৮ সালে বাংলাদেশ দল অর্জন করে একটি স্বর্ণপদক, একটি টেকনিক্যাল পদক ও দুইটি হাইলি রিকমেন্ডেড সস্মাননা। ২০১৯ সালে দ্বিতীয় বারের মত আন্তর্জাতিক এই মঞ্চে অংশ নিয়ে বাংলাদেশ দল অর্জন করে একটি স্বর্ণপদক, দুইটি রৌপ্যপদক, ছয়টি ব্রোঞ্জপদক ও একটি টেকনিক্যাল পদক। ২০২০ সালে করোনা অতিমারীর কারণে অনলাইনে আয়োজিত হয় আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড। এখানে ৩য় বারের মত অংশ নিয়ে বাংলাদেশ দল অর্জন করে নেয় দুইটি স্বর্ণপদক, দুইটি রৌপ্য, পাঁচটি ব্রোঞ্জপদক ও ছয়টি টেকনিক্যাল পদক।

২০২১ সালে করোনা মহামারির কারণে আবার অনলাইনে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড। চতুর্থবার অংশগ্রহণ করে ২৩তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দল অর্জন করে ৪টি স্বর্ণ, ২টি রৌপ্য, ৫টি ব্রোঞ্জসহ মোট ১৫টি পদক। ২০২৩ সালে পঞ্চমবারের মত ২৪তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে থাইল্যান্ডের ফুকেট শহরে অংশ নেয় বাংলাদেশ দল। এই আসরে বাংলাদেশ দল অর্জন করে ১টি স্বর্ণ, ৬টি রৌপ্য, ৪টি ব্রোঞ্জসহ মোট ১৩টি পদক। এরপর ২৫ তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ২০২৪ এর জানুয়ারি মাসে ৬ষ্ঠ বারের মত বাংলাদেশ রোবট অলিম্পিয়াড দল অংশ নেয়।এই আসরে বাংলাদেশ দল অর্জন করে তিনটি স্বর্ণপদক, ছয়টি রৌপ্যপদক, চারটি ব্রোঞ্জপদক ও দুইটি টেকনিক্যাল পদক ।

২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭-২১ জানুয়ারি ২০২৫ তারিখে দক্ষিণ কোরিয়ার পোর্টসিটি বুসানে। 

বাংলাদেশ দল নির্বাচনের লক্ষ্যে প্রতি বছর বাংলাদেশ রোবট অলিম্পিয়াড আগস্ট থেকে অক্টোবর মাসে আয়োজিত হয়। এছাড়াও সারাবছর বিভিন্ন রোবটিক্স কর্মশালা আয়োজন করে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড।