আমাদের সম্পর্কে

বাংলাদেশ রোবট অলিম্পিয়াড একটি রোবোটিকস মেধা অন্বেষণের প্ল্যাটফর্ম। বাংলাদেশের ১ম থেকে ১২শ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই প্ল্যাটফর্মে ৬৪ জেলাজুড়ে রোবোটিকসের হাতেকলমে প্রশিক্ষণ, রিসোর্স তৈরি এবং রোবোটিকসের বিভিন্ন প্রতিযোগিতা আয়োজিত হয়। প্রতিবছর জানুয়ারি মাস থেকে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের বিভিন্ন হাতেকলমে প্রশিক্ষণ কার্যক্রম চলতে থাকে। সচরাচর আগস্ট মাসে রেজিষ্ট্রেশন শুরু হয়ে সেপ্টেম্বর – অক্টোবর মাসে একাধিক ধাপের রোবটিক্স নিয়ে অলিম্পিয়াড আয়োজিত হয় IRO Bangladesh Open নামে। এরপর বাংলাদেশ দল নির্বাচন ও তাদের উচ্চতর প্রশিক্ষণ চলতে থাকে। ডিসেম্বর মাসে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে এই নির্বাচিত বাংলাদেশ দল অংশগ্রহণ করে। ২০১৮ সাল থেকে প্রতিবছর বাংলাদেশ দল আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিচ্ছে। বাংলাদেশ পর্বের আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে (International Robot Olympiad) বাংলাদেশ দল এখন পর্যন্ত গত ৭ বছরে ১৪ টি গোল্ড মেডেল, ২২ টি সিলভার মেডেল, ২৮টি ব্রোঞ্জ মেডেল, ১৭ টি টেকনিক্যাল মেডেল ও ২টি হাইলি রিকমেন্ডেড পদকসহ সর্বমোট ৮৩ টি পদক অর্জন করেছে।