IRO Experience Sharing Session 2025
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার বুসানে ২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ২ টি গোল্ড, ৪ টি সিলভার ও ৪ টি ব্রোঞ্জ মেডেল অর্জন করেছে বাংলাদেশ দল। যারা এবছর ৮ম বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২৫ এ অংশ নিবে, তাদের প্রস্তুত হবার জন্য জানা প্রয়োজন এমন কিছু দিকনির্দেশনা, যা আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের বাংলাদেশ দল ইতিমধ্যে অর্জন করে ফেলেছে।
তাই বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ঢাকায় আয়োজন করছে একটি অভিজ্ঞতা বিনিময় সেশন! এই সেশনে সরাসরি ২৬ তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নেয়া বাংলাদেশ দল থেকে ক্রিয়েটিভ, মুভি ও ফিজিক্যাল কম্পিউটিং এ সফলতা পাবার বিস্তারিত জানতে পারবে শিক্ষার্থীরা।
যারা অংশ নিতে পারবে- ২০০৭- ২০১৮ সালে জন্মগ্রহণ করা বাংলাদেশী শিক্ষার্থী, যারা এইবছর বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে ক্রিয়েটিভ ক্যাটাগরি, ক্রিয়েটিভ মুভি ও ফিজিক্যাল কম্পিউটিং এ অংশ নিতে চায়
রেজিস্ট্রেশন ফি – এটি একটি অমূল্য কর্মশালা, তবু রেজিস্ট্রেশন ফি হিসাবে ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে
রেজিস্ট্রেশনের শেষ সময় – ১৯ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১১ টা ৫০ মিনিট।
ক্যাম্প ভেন্যু – ১২ তলা, গ্রিন সিটি সেন্টার, ৭৫৮ সাতমসজিদ রোড, ঢাকা (আবাহনী মাঠের বিপরীতে)।
বিশেষ দ্রষ্টব্য –
ক) অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী অংশগ্রহণের সার্টিফিকেট পাবে।
খ) এই সেশনে কোন খাবার সরবরাহ করা হবে না।
১. প্রথমেই বিকাশের মাধ্যমে নিবন্ধন ফি প্রদান করতে হবে।
বিকাশ নম্বর: 01316814633
২. এই বিকাশ নম্বর একটি মারচেন্ট নম্বর। তাই বিকাশের Make Payment (পেমেন্ট) অপশন ব্যবহার করে শুধুমাত্র ক্যাম্পে অংশ নিতে চাইলে ৪০০ টাকা (চারশত টাকা) বিকাশ পেমেন্ট করতে হবে। নিবন্ধনের জন্য বিকাশের ফিরতি ম্যাসেজের ট্রাঞ্জেকশন আইডি (TrxID) সংরক্ষণ বা সেভ করতে হবে।
৩. এরপর এই ফর্মটি ( https://forms.gle/YyUbYw4aVvcwUMoq7 ) পূরণ করতে হবে। ফর্মটি পূরণের সময় নির্ধারিত ট্রাঞ্জেকশন আইডিটি (TrxID) ফর্মে উল্লেখ হবে।
৪. নিবন্ধনের শেষ সময়: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১১ টা ৫০ মিনিট।
যেকোনো প্রয়োজনে যোগাযোগ
মিশাল ইসলাম
01521439711