IRO Experience Sharing Session 2025

Loading Events

IRO Experience Sharing Session 2025

February 22 @ 3:00 PM - 5:00 PM

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার বুসানে ২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ২ টি গোল্ড, ৪ টি সিলভার ও ৪ টি ব্রোঞ্জ মেডেল অর্জন করেছে বাংলাদেশ দল। যারা এবছর ৮ম বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২৫ এ অংশ নিবে, তাদের প্রস্তুত হবার জন্য জানা প্রয়োজন এমন কিছু দিকনির্দেশনা, যা আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের বাংলাদেশ দল ইতিমধ্যে অর্জন করে ফেলেছে।

তাই বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ঢাকায় আয়োজন করছে একটি অভিজ্ঞতা বিনিময় সেশন! এই সেশনে সরাসরি ২৬ তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নেয়া বাংলাদেশ দল থেকে ক্রিয়েটিভ, মুভি ও ফিজিক্যাল কম্পিউটিং এ সফলতা পাবার বিস্তারিত জানতে পারবে শিক্ষার্থীরা।

যারা অংশ নিতে পারবে- ২০০৭- ২০১৮ সালে জন্মগ্রহণ করা বাংলাদেশী শিক্ষার্থী, যারা এইবছর বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে ক্রিয়েটিভ ক্যাটাগরি, ক্রিয়েটিভ মুভি ও ফিজিক্যাল কম্পিউটিং এ অংশ নিতে চায়
রেজিস্ট্রেশন ফি – এটি একটি অমূল্য কর্মশালা, তবু রেজিস্ট্রেশন ফি হিসাবে ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে

আসন সংখ্যা – ৩৮ ( আসন সংখ্যা শেষ হয়ে গেলে নিবন্ধন বন্ধ করে দেয়া হবে)
রেজিস্ট্রেশনের শেষ সময় – ১৯ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১১ টা ৫০ মিনিট।

*** রেজিস্ট্রেশন করার পর সেটি ক্যান্সেল করার বা রিফান্ড করার সুযোগ নেই।
ক্যাম্পের সময় – ২২ ফেব্রুয়ারি ২০২৫,  বিকাল ৩ টা থেকে বিকেল ৫ টা
ক্যাম্প ভেন্যু – ১২ তলা, গ্রিন সিটি সেন্টার, ৭৫৮ সাতমসজিদ রোড, ঢাকা (আবাহনী মাঠের বিপরীতে)।

বিশেষ দ্রষ্টব্য –
ক)  অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী অংশগ্রহণের সার্টিফিকেট পাবে।
খ)  এই সেশনে কোন খাবার সরবরাহ করা হবে না।

গ) অভিভাবকদের জন্য কোন ওয়েটিং জোন নেই। সেশনে বাচ্চাকে পৌঁছে দিয়ে চলে যেতে হবে ও নির্দিষ্ট সময় পর বাচ্চাকে রিসিভ করতে হবে।
রেজিস্ট্রেশনের নিয়ম –
১. প্রথমেই বিকাশের মাধ্যমে নিবন্ধন ফি প্রদান করতে হবে।
বিকাশ নম্বর: 01316814633
২. এই বিকাশ নম্বর একটি  মারচেন্ট নম্বর। তাই বিকাশের Make Payment (পেমেন্ট) অপশন ব্যবহার করে শুধুমাত্র ক্যাম্পে অংশ নিতে চাইলে ৪০০ টাকা (চারশত  টাকা) বিকাশ পেমেন্ট করতে হবে। নিবন্ধনের জন্য বিকাশের ফিরতি ম্যাসেজের ট্রাঞ্জেকশন আইডি (TrxID) সংরক্ষণ বা সেভ করতে হবে।
৩. এরপর এই ফর্মটি ( https://forms.gle/YyUbYw4aVvcwUMoq7 ) পূরণ করতে হবে। ফর্মটি পূরণের সময় নির্ধারিত ট্রাঞ্জেকশন আইডিটি (TrxID) ফর্মে উল্লেখ হবে।
৪. নিবন্ধনের শেষ সময়:   ১৯ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১১ টা ৫০ মিনিট।

যেকোনো প্রয়োজনে যোগাযোগ
মিশাল ইসলাম
01521439711

(সকাল ১০ টা থেকে বিকেল ৫ টার মধ্যে)

Share This Event

1977195
DD
DAYS
HH
HOURS
MM
MIN
SS
SEC

Details

Date:
February 22
Time:
3:00 PM - 5:00 PM
Cost:
400৳
Website:
https://forms.gle/YyUbYw4aVvcwUMoq7

Venue

Bangladesh Robot Olympiad
Bangladesh Robot Olympiad,758 Satmasjid Road
Dhaka, 1209 Bangladesh
+ Google Map
Phone
+880 15 2143 9711
View Venue Website

Organizer

Bangladesh Robot Olympiad
Phone
+8801521439711
Email
bdro@bdosn.org
View Organizer Website