Introduction to Robotics online
February 1 @ 8:00 PM - February 5 @ 9:00 PM
অনলাইন রোবটিক্সের সূচনা ক্যাম্প ফেব্রুয়ারি ২০২৫
মাত্রই ২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড থেকে স্বর্ণপদক অর্জন করে দেশে আসল বাংলাদেশ দল।
অনেক নতুন শিক্ষার্থী রোবটিক্সের প্রস্তুতি শুরু করতে আগ্রহী। বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের প্রস্তুতি নেবার জন্য প্রাথমিক ধাপ হল রোবটিকসে হাতেকলমে ধারণা নেয়া।
তাই বাংলাদেশ রোবট অলিম্পিয়াড সারাদেশের শিক্ষার্থীদের জন্য অনলাইনে আয়োজন করছে একটি ৫ দিনব্যাপী অনলাইন স্কুল অব রোবটিকস ক্যাম্প!এই ক্যাম্পে আগে কখনও আরডুইনো বা রোবটিকস নিয়ে কাজ করে নি এমন ৯-১৮ বছর বয়সী শিক্ষার্থীরা অনলাইন প্লাটফর্ম টিংকারক্যাড ব্যবহার করে সিমুলেশনের সাহায্য অনলাইনে বেসিক রোবটিকস শেখার সুযোগ পাবে। এক্ষেত্রে জুমে যুক্ত হয়ে রোবটিকসে হাতেখড়ি নেয়া যাবে সরাসরি আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের মেন্টর থেকে। ক্যাম্পটি কোন লাইভ সম্প্রচার করা হবে না ফেসবুকে। ৫০০ টাকা নিবন্ধন ফি প্রদান করে তুমিও তাই এই ক্যাম্পে নিবন্ধন করে ফেলতে পারো।যারা অংশ নিতে পারবে- আগে কখনও আরডুইনো বা রোবটিকস নিয়ে কাজ করে নি এমন ৯-১৮ বছর বয়সী শিক্ষার্থী
রেজিস্ট্রেশন ফি – ৫০০ টাকা
রেজিস্ট্রেশনের শেষ সময় – ৩০ জানুয়ারি ২০২৫
ক্যাম্পের সময় – ১ থেকে ৫ ফেব্রুয়ারি, প্রতিদিন রাত ৮ টা থেকে রাত ৯ টা
তাই বাংলাদেশ রোবট অলিম্পিয়াড সারাদেশের শিক্ষার্থীদের জন্য অনলাইনে আয়োজন করছে একটি ৫ দিনব্যাপী অনলাইন স্কুল অব রোবটিকস ক্যাম্প!এই ক্যাম্পে আগে কখনও আরডুইনো বা রোবটিকস নিয়ে কাজ করে নি এমন ৯-১৮ বছর বয়সী শিক্ষার্থীরা অনলাইন প্লাটফর্ম টিংকারক্যাড ব্যবহার করে সিমুলেশনের সাহায্য অনলাইনে বেসিক রোবটিকস শেখার সুযোগ পাবে। এক্ষেত্রে জুমে যুক্ত হয়ে রোবটিকসে হাতেখড়ি নেয়া যাবে সরাসরি আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের মেন্টর থেকে। ক্যাম্পটি কোন লাইভ সম্প্রচার করা হবে না ফেসবুকে। ৫০০ টাকা নিবন্ধন ফি প্রদান করে তুমিও তাই এই ক্যাম্পে নিবন্ধন করে ফেলতে পারো।যারা অংশ নিতে পারবে- আগে কখনও আরডুইনো বা রোবটিকস নিয়ে কাজ করে নি এমন ৯-১৮ বছর বয়সী শিক্ষার্থী
রেজিস্ট্রেশন ফি – ৫০০ টাকা
রেজিস্ট্রেশনের শেষ সময় – ৩০ জানুয়ারি ২০২৫
ক্যাম্পের সময় – ১ থেকে ৫ ফেব্রুয়ারি, প্রতিদিন রাত ৮ টা থেকে রাত ৯ টা
অনলাইন প্ল্যাটফর্ম – গুগল মিট
*** এই ক্যাম্পের কোন রেকর্ড থাকবে না, সরাসরি অনলাইনে অংশ নিতে হবে
ক্যাম্পের কারিকুলাম –
রোবট সম্পর্কে প্রাথমিক ধারণা , ইলেক্ট্রনিক্সে হাতেখড়ি , আরডুইনো পরিচিতি , এলইডি ব্লিঙ্ক (ডিজিটাল আউটপুট) , এলইডি ফেডিং (এনালগ আউটপুট) , সেন্সর পরিচিতি, পুশবাটন (ডিজিটাল ইনপুট ), পটেনশিওমিটার (এনালগ ইনপুট) , সোনার সেন্সর, আইআর সেন্সর, সারভো মোটর, বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের প্রস্তুতি।
বিশেষ দ্রষ্টব্য – ৫ দিনের পুরো কোর্স যারা সফলভাবে সম্পন্ন করবে তারা ডিজিটাল সার্টিফিকেট পাবে।রেজিস্ট্রেশনের নিয়ম –
১. প্রথমেই বিকাশের মাধ্যমে নিবন্ধন ফি প্রদান করতে হবে।
বিকাশ নম্বর: 01316814633
২. এই বিকাশ নম্বর একটি মারচেন্ট নম্বর। তাই বিকাশের Make Payment অপশন ব্যবহার করে ৫০০/= (পাঁচশত টাকা মাত্র ) বিকাশ পেমেন্ট করতে হবে। নিবন্ধনের জন্য বিকাশের ফিরতি ম্যাসেজের ট্রাঞ্জেকশন আইডি (TrxID) সংরক্ষণ বা সেভ করতে হবে।
৩. এরপর এই ফর্মটি ( https://forms.gle/UGTBxoo6jogKPGWg9 ) পূরণ করতে হবে। ফর্মটি পূরণের সময় নির্ধারিত ট্রাঞ্জেকশন আইডিটি (TrxID) ফর্মে উল্লেখ হবে।
৪. ফর্ম পূরণের ৪৮ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে নিবন্ধন নিশ্চিত করা হবে। ৪৮ ঘণ্টার মধ্যে নিবন্ধনের কনফার্মেশন না পেলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।
৫. রেজিস্ট্রেশনের শেষ সময় – ৩০ জানুয়ারি ২০২৫যেকোনো প্রয়োজনে যোগাযোগ
মিশাল ইসলাম
01521439711
রোবট সম্পর্কে প্রাথমিক ধারণা , ইলেক্ট্রনিক্সে হাতেখড়ি , আরডুইনো পরিচিতি , এলইডি ব্লিঙ্ক (ডিজিটাল আউটপুট) , এলইডি ফেডিং (এনালগ আউটপুট) , সেন্সর পরিচিতি, পুশবাটন (ডিজিটাল ইনপুট ), পটেনশিওমিটার (এনালগ ইনপুট) , সোনার সেন্সর, আইআর সেন্সর, সারভো মোটর, বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের প্রস্তুতি।
বিশেষ দ্রষ্টব্য – ৫ দিনের পুরো কোর্স যারা সফলভাবে সম্পন্ন করবে তারা ডিজিটাল সার্টিফিকেট পাবে।রেজিস্ট্রেশনের নিয়ম –
১. প্রথমেই বিকাশের মাধ্যমে নিবন্ধন ফি প্রদান করতে হবে।
বিকাশ নম্বর: 01316814633
২. এই বিকাশ নম্বর একটি মারচেন্ট নম্বর। তাই বিকাশের Make Payment অপশন ব্যবহার করে ৫০০/= (পাঁচশত টাকা মাত্র ) বিকাশ পেমেন্ট করতে হবে। নিবন্ধনের জন্য বিকাশের ফিরতি ম্যাসেজের ট্রাঞ্জেকশন আইডি (TrxID) সংরক্ষণ বা সেভ করতে হবে।
৩. এরপর এই ফর্মটি ( https://forms.gle/UGTBxoo6jogKPGWg9 ) পূরণ করতে হবে। ফর্মটি পূরণের সময় নির্ধারিত ট্রাঞ্জেকশন আইডিটি (TrxID) ফর্মে উল্লেখ হবে।
৪. ফর্ম পূরণের ৪৮ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে নিবন্ধন নিশ্চিত করা হবে। ৪৮ ঘণ্টার মধ্যে নিবন্ধনের কনফার্মেশন না পেলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।
৫. রেজিস্ট্রেশনের শেষ সময় – ৩০ জানুয়ারি ২০২৫যেকোনো প্রয়োজনে যোগাযোগ
মিশাল ইসলাম
01521439711