পাইথন দিয়ে ড্রোন প্রোগ্রামিং জুন ২০২৪
June 7, 2024 @ 10:00 AM - 4:00 PM
বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের অন্যতম একটি ক্যাটাগরি- ড্রোন মেজ।
পাইথনের সাহায্যে ড্রোনে থাকা বিভিন্ন সেন্সরের ডাটা এনালাইসিস করে নানারকম সিদ্ধান্ত নেয়া সম্ভব, মেজ সমাধান করা সম্ভব এবং আরও বিভিন্ন কাজে ড্রোন ব্যবহার করা সম্ভব।
বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) যৌথভাবে ঢাকায় আয়োজন করছে একটি ১ দিনব্যাপী প্রস্তুতিমূলক ক্যাম্প!
ক্যাম্পে কো ড্রোন এডু দিয়ে ড্রোনের পাইথন প্রোগ্রামিং শিখানো হবে।
যারা অংশ নিতে পারবে- বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণে ইচ্ছুক ৯-১৮ বছর বয়সী শিক্ষার্থী
রেজিস্ট্রেশন ফি – ১৩০০ টাকা
রেজিস্ট্রেশনের শেষ সময় – ৫ জুন, রাত ১১ টা ৫০ মিনিট।
রেজিস্ট্রেশন ফি – ১৩০০ টাকা
রেজিস্ট্রেশনের শেষ সময় – ৫ জুন, রাত ১১ টা ৫০ মিনিট।
আসন সংখ্যা – ১৫; উল্লেখ্য, আসন সংখ্যা শেষ হয়ে গেলে রেজিস্ট্রেশন বন্ধ করে দেয়া হবে, তাই দ্রুত রেজিস্ট্রেশন করা উত্তম।
*** রেজিস্ট্রেশন করার পর সেটি ক্যান্সেল করার বা রিফান্ড করার সুযোগ নেই।
ক্যাম্পের সময় – ৭ জুন ২০২৪, শুক্রবার, সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত
ক্যাম্প ভেন্যু – বিডিওএসএন অফিস, সাতমসজিদ রোড, ঢাকা।
ক্যাম্প ভেন্যু – বিডিওএসএন অফিস, সাতমসজিদ রোড, ঢাকা।
ক্যাম্পের কারিকুলাম –
ক) ড্রোন পরিচিতি
খ) কো ড্রোন এডুর বিভিন্ন কম্পোনেন্ট সম্পর্কে ধারণা
গ) ড্রোন উড়ানোর বেসিক বিজ্ঞান
ঘ) পাইথন দিয়ে ড্রোন প্রোগ্রামিং
ঙ) পাইথন দিয়ে কো ড্রোনে থাকা সেন্সরের ইন্টারফেসিং
চ) হাতেকলমে নিজের পাইথন প্রোগ্রাম ব্যবহার করে কো ড্রোন এডু পরিচালনা
ছ) ড্রোন মেজ প্রতিযোগিতার দিকনির্দেশনা
বিশেষ দ্রষ্টব্য –
ক) ক্যাম্পে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী ক্যাম্পে অংশগ্রহণের সার্টিফিকেট পাবে।
খ) কর্মশালায় ব্যবহৃত উপকরণ কর্মশালার সময়ে দেয়া হবে। কিন্তু কর্মশালা শেষে সেগুলো আবার ফেরত নেয়া হবে।
গ) শিক্ষার্থীকে নিজের ল্যাপটপ সাথে করে নিয়ে আসতে পারলে ভালো, তবে আনতে না পারলে অন্য শিক্ষার্থীর সাথে শেয়ার করে কাজ করতে পারবে।
খ) কর্মশালায় ব্যবহৃত উপকরণ কর্মশালার সময়ে দেয়া হবে। কিন্তু কর্মশালা শেষে সেগুলো আবার ফেরত নেয়া হবে।
গ) শিক্ষার্থীকে নিজের ল্যাপটপ সাথে করে নিয়ে আসতে পারলে ভালো, তবে আনতে না পারলে অন্য শিক্ষার্থীর সাথে শেয়ার করে কাজ করতে পারবে।
ঘ) এই ক্যাম্পে শিক্ষার্থীদের সকাল ও দুপুরের খাবারের ব্যবস্থা থাকবে।
ঙ) ক্যাম্পটিতে অভিভাবকদের জন্য কোন ওয়েটিং জোন নেই।
রেজিস্ট্রেশনের নিয়ম –
১. প্রথমেই বিকাশের মাধ্যমে নিবন্ধন ফি প্রদান করতে হবে।
বিকাশ নম্বর: 01316814633
২. এই বিকাশ নম্বর একটি মারচেন্ট নম্বর। তাই বিকাশের Make Payment অপশন ব্যবহার করে শুধুমাত্র ক্যাম্পে অংশ নিতে চাইলে ১৩০০ টাকা (এক হাজার তিনশত টাকা) বিকাশ পেমেন্ট করতে হবে। নিবন্ধনের জন্য বিকাশের ফিরতি ম্যাসেজের ট্রাঞ্জেকশন আইডি (TrxID) সংরক্ষণ বা সেভ করতে হবে।
৩. এরপর এই ফর্মটি ( https://forms.gle/3miurQstGMBui6c59 ) পূরণ করতে হবে। ফর্মটি পূরণের সময় নির্ধারিত ট্রাঞ্জেকশন আইডিটি (TrxID) ফর্মে উল্লেখ হবে।
১. প্রথমেই বিকাশের মাধ্যমে নিবন্ধন ফি প্রদান করতে হবে।
বিকাশ নম্বর: 01316814633
২. এই বিকাশ নম্বর একটি মারচেন্ট নম্বর। তাই বিকাশের Make Payment অপশন ব্যবহার করে শুধুমাত্র ক্যাম্পে অংশ নিতে চাইলে ১৩০০ টাকা (এক হাজার তিনশত টাকা) বিকাশ পেমেন্ট করতে হবে। নিবন্ধনের জন্য বিকাশের ফিরতি ম্যাসেজের ট্রাঞ্জেকশন আইডি (TrxID) সংরক্ষণ বা সেভ করতে হবে।
৩. এরপর এই ফর্মটি ( https://forms.gle/3miurQstGMBui6c59 ) পূরণ করতে হবে। ফর্মটি পূরণের সময় নির্ধারিত ট্রাঞ্জেকশন আইডিটি (TrxID) ফর্মে উল্লেখ হবে।
যেকোনো প্রয়োজনে যোগাযোগ
মিশাল ইসলাম
01521439711