Loading Events

রোবট ইন মুভির প্রস্তুতিমূলক কর্মশালা – ২০২৪

জুন 28, 2024 @ 10:00 পূর্বাহ্ন - জুন 29, 2024 @ 4:00 অপরাহ্ন

বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের অন্যতম একটি ক্যাটাগরি হল রোবট ইন মুভি।

রোবট ইন মুভির প্রস্তুতির আদ্যোপান্ত নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দিতে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) যৌথভাবে ঢাকায় আয়োজন করছে একটি ২ দিনব্যাপী প্রস্তুতিমূলক ক্যাম্প!

ক্যাম্পে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের দিকনির্দেশনা দিবেন আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের বাংলাদেশ দলের প্রশিক্ষকবৃন্দ, পাশাপাশি জাতীয় ও  আন্তর্জাতিক পর্যায়ে  রোবট ইন মুভিতে অংশগ্রহণের অভিজ্ঞতা বিনিময় করবেন আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের গোল্ড মেডেলিস্ট নাশীতাত যাইনাহ্ রহমান ও জাইমা যাহিন ওয়ারা।

যারা অংশ নিতে পারবে- বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে রোবট ইন মুভি ক্যাটাগরিতে অংশগ্রহণে ইচ্ছুক ৯-১৮ বছর বয়সী শিক্ষার্থী
রেজিস্ট্রেশন ফি – ২৪০০ টাকা
রেজিস্ট্রেশনের শেষ সময় – ২৬ জুন ২০২৪, রাত ১১ টা ৫০ মিনিট।

আসন সংখ্যা – ২৪; উল্লেখ্য, আসন সংখ্যা শেষ হয়ে গেলে রেজিস্ট্রেশন বন্ধ করে দেয়া হবে, তাই দ্রুত রেজিস্ট্রেশন করা উত্তম।

*** রেজিস্ট্রেশন করার পর সেটি ক্যান্সেল করার বা রিফান্ড করার সুযোগ নেই।
ক্যাম্পের সময় – ২৮ ও ২৯ জুন ২০২৪, শুক্র ও শনিবার, প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত
ক্যাম্প ভেন্যু –  ৭৫৮, সাত মসজিদ রোড, ঢাকা।ক্যাম্পের কারিকুলাম –
রোবট ইন মুভি ক্যাটাগরি পরিচিতি, মূলথিম স্টাডি, সাবথিম স্টাডি, হাতেকলমে মুভির ব্যাকগ্রাউন্ড ও প্রপস তৈরি,  রোবটের ফিচার  নির্ধারণ, স্টোরিলাইন অনুযায়ী মুভির স্ক্রিপ্টিং, বিভিন্ন এঙ্গেলে শট গ্রহণ করে দৃশ্য ধারণ, আলো ও অন্ধকারে শট ধারণের টেকনিক, ওয়ান থার্ড এঙ্গেলিং, ওয়ান শট, টু শট ও থ্রি শট ধারণ,  মাইক্রোফোনে অডিও ক্যাপচার, ভিডিও এডিটিং এর প্রয়োজনীয় রীতিনীতি, প্রোডাকশন প্ল্যান চর্চা, স্টোরিবোর্ড তৈরি করা, সেল্ফ ইন্টার্ভিউ তৈরি ইত্যাদি।বিশেষ দ্রষ্টব্য –

ক) ক্যাম্পে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী সকাল ও দুপুরের খাবার এবং ক্যাম্পে অংশগ্রহণের সার্টিফিকেট পাবে।
খ) কর্মশালায় ব্যবহৃত উপকরণ কর্মশালার সময়ে দেয়া হবে। কিন্তু কর্মশালা শেষে সেগুলো আবার ফেরত নেয়া হবে।
গ) শিক্ষার্থীকে নিজের ল্যাপটপ অথবা মোবাইল সাথে করে নিয়ে আসতে পারলে ভালো, তবে সেটি বাধ্যতামূলক নয়।
ঘ) এই ক্যাম্পে রোবট তৈরি করা শিখানো হবে না। তবে  রোবট ইন মুভি ক্যাটাগরির প্রস্তুতির সার্বিক দিকনির্দেশনা দেয়া হবে ও প্র্যাকটিস করানো হবে।

ঙ)  রোবট ইন মুভি  ক্যাটাগরিতে একজন শিক্ষার্থী দলীয়ভাবে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে অংশ নিতে চাইলে দলের সবাই এই ক্যাম্পে অংশ নেয়া উত্তম, তবে সেটি বাধ্যতামূলক নয়।

রেজিস্ট্রেশনের নিয়ম –
১. প্রথমেই বিকাশের মাধ্যমে নিবন্ধন ফি প্রদান করতে হবে।
বিকাশ নম্বর: 01316814633
২. এই বিকাশ নম্বর একটি  মারচেন্ট নম্বর। তাই বিকাশের Make Payment অপশন ব্যবহার করে শুধুমাত্র ক্যাম্পে অংশ নিতে চাইলে ২৪০০ টাকা (দুই হাজার চারশত টাকা) বিকাশ পেমেন্ট করতে হবে। নিবন্ধনের জন্য বিকাশের ফিরতি ম্যাসেজের ট্রাঞ্জেকশন আইডি (TrxID) সংরক্ষণ বা সেভ করতে হবে।
৩. এরপর এই ফর্মটি ( https://forms.gle/Yuo8uGs2pBePkyha6  ) পূরণ করতে হবে। ফর্মটি পূরণের সময় নির্ধারিত ট্রাঞ্জেকশন আইডিটি (TrxID) ফর্মে উল্লেখ হবে।
৪. নিবন্ধনের শেষ সময়: ২৬ জুন ২০২৩, রাত ১১ টা ৫০ মিনিট।যেকোনো প্রয়োজনে যোগাযোগ
মিশাল ইসলাম
01521439711
সকাল ১০ টা থেকে বিকাল ৫ টার মধ্যে যেকোনো দিন যোগাযোগ করা যাবে।

Share This Event

  • This event has passed.

Details

Venue

Organizer