সাধারণ প্রস্তুতি

প্রতি বছর বাংলাদেশ রোবট অলিম্পিয়াড আগস্ট থেকে অক্টোবর মাসে আয়োজিত হয়। বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে ২০২৫ সালে অংশ নিতে পারবে ১ম থেকে ১২শ শ্রেণির বাংলাদেশী শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীরা। মোট ৩ টি ক্যাটাগরিতে ৮ম বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২৫ অনুষ্ঠিত হতে পারে। এছাড়াও নতুন ক্যাটাগরির ঘোষণা পরবর্তীতে  আসতে পারে। 

  • ক্যাটাগরি

    ১। ক্রিয়েটিভ ক্যাটাগরি
    ২। ক্রিয়েটিভ মুভি
    ৩। ফিজিক্যাল কম্পিউটিং

মূলথিম

 

প্রতিবছর আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড কর্তৃপক্ষ ভিন্ন ভিন্ন মূলথিম প্রদান করেন। বিডিআরও তেও একই মূলথিম অনুসরণ করা হয়। প্রতিযোগী দলদের থিমের সাথে সম্পর্কিত সমস্যা সমাধানের জন্যই রোবট তৈরি করতে হয়।

 

২০২৫ সালের মূলথিম “Space Robot”। মূলথিমের সাথে সম্পর্কিত বিভিন্ন সমস্যা তাই নিজেদেরকে আগে থেকেই রিসার্চ করে রাখতে হবে। 

 

৩ টি ক্যাটাগরিতে এই থিম অনুসরণ করা হবে- 

 

১। ক্রিয়েটিভ ক্যাটাগরি

২। ক্রিয়েটিভ মুভি ক্যাটাগরি

৩। ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরি

 

এই ক্যাটাগরিগুলোতে প্রতিযোগিতার সময় প্রদান করা থিমের সাথে সম্পর্কিত কোন সমস্যা রোবটের মাধ্যমে সমাধান করতে হবে। তাই এই ৩ টি ক্যাটাগরিকে থিম সম্বলিত ক্যাটাগরি বলা হয় । 

গ্রুপ

২০২৫ সালে ৩টি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে:

  • থিম সম্বলিত ক্যাটাগরিতে একটি দলে একজন থেকে সর্বোচ্চ তিনজন পর্যন্ত সদস্য থাকতে পারে। তবে এক্ষেত্রে একটি দলের সকল সদস্যকে একই গ্রুপের হতে হবে। যেমন - একই দলের সবাই জুনিয়র হাই গ্রুপের হতে পারবে (দলের সবাই ৫ম থেকে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে )। কিন্তু একই দলে একজন জুনিয়র লো ও আরেকজন জুনিয়র হাই একসাথে অংশ নিতে পারবে না। কেউ চাইলে এককভাবেও (Individual Participation) একটি দল গঠন করতে পারবে

প্রস্তুতি নেবার পরামর্শ