Loading Events

ইএসপি৩২ দিয়ে সকার বট তৈরি

জানুয়ারি 31 @ 10:30 পূর্বাহ্ন - 4:00 অপরাহ্ন

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত হচ্ছে “রোড টু আইআরও কর্মশালা সিরিজ”
তারই অংশ হিসেবে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক যৌথভাবে আয়োজন করছে এক দিনব্যাপী ইএসপি৩২ দিয়ে সকার রোবট তৈরির কর্মশালা।
এই কর্মশালায় শিক্ষার্থীরা—
ইএসপি৩২ ব্যবহার করে রোবটিক্সের হাতেকলমে অভিজ্ঞতা পাবে
হাতেকলমে সকার রোবট তৈরির করা শিখতে পারবে
নানা ধরনের রোবটিক মডিউল ব্যবহার করে প্র্যাকটিক্যাল কাজ করবে
আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের বাংলাদেশ পর্ব সম্পর্কে প্রাথমিক দিকনির্দেশনা পাবে

যারা অংশ নিতে পারবে : ৩য় থেকে ১২শ শ্রেণি
রেজিস্ট্রেশন ফি: ৮০০ টাকা
আসন সংখ্যা: মাত্র ২০টি (আসন পূর্ণ হলে নিবন্ধন বন্ধ হয়ে যাবে)
রেজিস্ট্রেশনের শেষ সময়: ২৯ জানুয়ারি ২০২৬, রাত ১১:৫০
দ্রষ্টব্য: রেজিস্ট্রেশন বাতিল বা রিফান্ড যোগ্য নয়।

সময়সূচি:
কর্মশালার তারিখ: ৩১ জানুয়ারি ২০২৬ (শনিবার)

সময়: সকাল ১০:৩০ – বিকাল ৪:০০

ভেন্যু: ধানমন্ডি, ঢাকা

গুরুত্বপূর্ণ তথ্য:
ক) প্রত্যেক অংশগ্রহণকারী সার্টিফিকেট পাবে
খ) কোন খাবারের ব্যবস্থা থাকবে না
গ) প্রয়োজনীয় সব রোবটিক্স সরঞ্জাম কর্মশালায় দেওয়া হবে এবং কর্মশালা শেষে ফেরত নেওয়া হবে
ঘ) ল্যাপটপ আনতে পারলে ভালো, তবে বাধ্যতামূলক নয়
ঙ) শিক্ষার্থীরা ৩–৪ জনের দলে একসাথে কাজ করবে

যোগাযোগ:
বাংলাদেশ রোবট অলিম্পিয়াড
০১৩১৬৮১৪৬৩৩
(সকাল ১০টা – বিকাল ৫টা)
নিবন্ধন লিংক: https://forms.gle/RSbDEk8EeRcGxPVT7

Share This Event

695296
DD
DAYS
HH
HOURS
MM
MIN
SS
SEC

Details

Venue

Organizer