আইআরও বাংলাদেশ ওপেন ২০২৫ এর প্রথম ধাপ হিসেবে আইআরও বাংলাদেশ ওপেন ২০২৫ অনলাইন প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হচ্ছে ২৯ আগস্ট সকাল ১০টা থেকে ৩০ আগস্ট রাত ১০টা পর্যন্ত।
হোমপেজেই প্রতিটি ক্যাটাগরির জন্য অংশগ্রহণের নির্দেশিকা ডকুমেন্ট দেওয়া থাকবে। সেই ডকুমেন্টে বিস্তারিত নির্দেশনা ও Google Form-এর লিংক থাকবে, যেখান থেকে টাস্ক জমা দিতে হবে।
প্রতিটি প্রতিযোগীকে নির্দেশিকা ভালোভাবে পড়ে, নির্ধারিত টাস্ক সম্পন্ন করে যথাযথভাবে Google Form-এ সাবমিট করতে হবে।
📌 ৩০ আগস্ট রাত ১০টার পর Google Form স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এরপর কোনো ক্যাটাগরির জন্য সাবমিশনের সুযোগ থাকবে না।
⏳ সময় শেষ হওয়ার একদম কাছাকাছি সময়ে ফাইল আপলোড করতে গেলে ইন্টারনেট সংযোগজনিত সমস্যায় সাবমিশন ব্যর্থ হতে পারে। তাই সকল প্রতিযোগীকে অনুরোধ করা হচ্ছে:
-
সময় হাতে রেখে আগেভাগেই ফাইল সাবমিট করতে
-
প্রয়োজন হলে মোবাইল ডাটা ব্যাকআপ নিয়ে বসতে
-
ল্যাপটপ বা ডেস্কটপ থেকে ফাইল আপলোড করতে, কারণ অনেক সময় মোবাইল ব্রাউজারে গুগল ফর্মে ফাইল সাবমিশনে সমস্যা হয়
সবশেষে, সকল প্রতিযোগীর জন্য রইল আন্তরিক শুভকামনা। সফল হোক তোমার রোবটিকস যাত্রা! 🤖🇧🇩