চলছে আইআরও বাংলাদেশ ওপেন ২০২৫ এর রেজিস্ট্রেশন

Loading Events

চলছে আইআরও বাংলাদেশ ওপেন ২০২৫ এর রেজিস্ট্রেশন

আগস্ট 1 @ 8:00 অপরাহ্ন - আগস্ট 20 @ 11:59 অপরাহ্ন
১ম থেকে ১২শ শ্রেণির বাংলাদেশী শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীরা রেজিষ্ট্রেশন করতে পারো ৪টি ক্যাটাগরিতে –
★ক্রিয়েটিভ ক্যাটাগরি
★ক্রিয়েটিভ মুভি
★ফিজিক্যাল কম্পিউটিং
★রোবটিকস কুইজ
প্রতিটি ক্যাটাগরিতেই প্রথমে অনলাইন প্রাথমিক বাছাই পর্ব আয়োজিত হবে ২৯-৩০ আগস্ট। এরপর নির্বাচিত শিক্ষার্থীরা বাংলাদেশ পর্বে অংশ নিবে ১২-১৩ সেপ্টেম্বর।
বাংলাদেশ পর্বের শিডিউল –
১২ সেপ্টেম্বর : ক্রিয়েটিভ ক্যাটাগরি ও ফিজিক্যাল কম্পিউটিং
১৩ সেপ্টেম্বর : ক্রিয়েটিভ মুভি ও রোবটিকস কুইজ
বাংলাদেশ পর্বে বিজয়ী ক্রিয়েটিভ ক্যাটাগরি, ক্রিয়েটিভ মুভি ও ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরির শিক্ষার্থীদের নিয়ে আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্প অনুষ্ঠিত হবে। এই ক্যাম্প থেকে নির্বাচিত বাংলাদেশ দল অংশ নিবে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে।
নতুন শিক্ষার্থীদের রোবটিকসে উৎসাহ প্রদানের উদ্দেশ্যে আয়োজিত হবে রোবটিকস কুইজ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার বিজয়ীদের আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ নেই।
উল্লেখ্য আইআরও বাংলাদেশ ওপেন ২০২৫ এর আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক৷ এই অলিম্পিয়াডের পার্টনার হিসেবে যুক্ত আছে কিশোর আলো, বিজ্ঞানচিন্তা ও ক্লাউড নাম্বার ২৪।
আগামী ২০ আগস্ট পর্যন্ত বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের ওয়েবসাইটে এই অলিম্পিয়াডের রেজিষ্ট্রেশন চলবে। বিস্তারিত জানতে ও রেজিষ্ট্রেশন করতে ভিজিট করো https://bdro.org

Share This Event

  • This event has passed.

Details

Start:
আগস্ট 1 @ 8:00 অপরাহ্ন
End:
আগস্ট 20 @ 11:59 অপরাহ্ন
Cost:
500৳
Event Category:
Website:
reg.bdro.org

Venue

Online

Organizers

Bangladesh Robot Olympiad
Bangladesh Open Source Network