

Subtheme Research & Analysis Workshop 2025
আগস্ট 8 @ 10:00 পূর্বাহ্ন - 4:00 অপরাহ্ন
এবছর আইআরও বাংলাদেশ ওপেন ২০২৫ প্রতিযোগিতার মূলথিম স্পেস রোবট। ক্রিয়েটিভ ক্যাটাগরি, ফিজিক্যাল কম্পিউটিং ও ক্রিয়েটিভ মুভি ক্যাটাগরিতে মূলথিমের সাথে সামঞ্জস্য রেখে ভেন্যুতে তাৎক্ষনিক সাবথিম দেয়া হবে। সাবথিমের উপর নির্ভর করেই তখন রোবট বানাতে হবে এসব ক্যাটাগরিতে।
মূলথিমের অধীনে শত শত সাবথিম থাকতে পারে। তাই সাবথিম নিয়ে এনালাইসিস করা, রিসার্চ করা ও ভেন্যুতে সাবথিম অনুযায়ী যথাযথ রোবট তৈরির জন্য দরকার বিশেষ প্রস্তুতি।
বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক তাই যৌথভাবে সাবথিম রিসার্চ ও এনালাইসিস করার ব্যাপারে একটি বিশেষ প্রস্তুতিমূলক কর্মশালা আয়োজন করছে।
যারা অংশ নিতে পারবে- রোবট অলিম্পিয়াডে অংশ নিতে আগ্রহী ৩য় থেকে ১২শ শ্রেণির যেকোনো বাংলাদেশী শিক্ষার্থী
রেজিস্ট্রেশন ফি – ৭০০ টাকা
আসন সংখ্যা – ২৫ ( আসন সংখ্যা শেষ হয়ে গেলে নিবন্ধন বন্ধ করে দেয়া হবে)
রেজিস্ট্রেশনের শেষ সময় – ৬ আগস্ট ২০২৫, রাত ১১ টা ৫০ মিনিট।
ক্যাম্পের সময় – ৮ আগস্ট ২০২৫, সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা
ক্যাম্প ভেন্যু – ধানমণ্ডি, ঢাকা
রেজিস্ট্রেশন ফি – ৭০০ টাকা
আসন সংখ্যা – ২৫ ( আসন সংখ্যা শেষ হয়ে গেলে নিবন্ধন বন্ধ করে দেয়া হবে)
রেজিস্ট্রেশনের শেষ সময় – ৬ আগস্ট ২০২৫, রাত ১১ টা ৫০ মিনিট।
ক্যাম্পের সময় – ৮ আগস্ট ২০২৫, সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা
ক্যাম্প ভেন্যু – ধানমণ্ডি, ঢাকা
*** এই কর্মশালায় রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন বাতিল করার কোন সুযোগ নেই।
এই ক্যাম্পে রোবট তৈরি করা শিখানো হবে না। কিন্তু যারা রোবট অলিম্পিয়াডে এবছর অংশ নিতে চায় তাদের বিস্তারিত দিকনির্দেশনা দেয়া হবে কীভাবে এবছরের সাবথিম নিয়ে এনালাইসিস করে বিভিন্ন সমস্যা খুঁজে বের করতে হবে এবং সেই অনুযায়ী ভেন্যুতে তাৎক্ষনিক রোবট তৈরি করে সমস্যা সমাধানের জন্য কীভাবে যথাযথ পরিকল্পনা করা যাবে।
বিশেষ দ্রষ্টব্য –
ক) ক্যাম্পে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী ক্যাম্পে অংশগ্রহণের সার্টিফিকেট পাবে।
খ) এই কর্মশালা চলাকালীন সময়ে বিভিন্ন গ্রুপ ডিসকাশন, প্ল্যানিং সংক্রান্ত নানারকম লেখার কাজ থাকবে। তাই শিক্ষার্থীকে অবশ্যই সাথে করে খাতা, কলম, পেন্সিল নিয়ে আসতে হবে এবং কর্মশালার প্রতিটি কাজে ফোকাস থেকে একটিভ হয়ে সম্পূর্ণ করতে হবে।
গ) কর্মশালায় শিক্ষার্থীদের জন্য কোন প্রকার খাবারের ব্যবস্থা থাকবে না, কিন্তু শিক্ষার্থীরা চাইলে বাসা থেকে খাবার নিয়ে আসতে পারবে।
রেজিস্ট্রেশনের নিয়ম –
১. প্রথমেই বিকাশের মাধ্যমে নিবন্ধন ফি প্রদান করতে হবে।
বিকাশ নম্বর: 01316814633
২. এই বিকাশ নম্বর একটি মারচেন্ট নম্বর। তাই বিকাশের Make Payment অপশন ব্যবহার করে শুধুমাত্র ক্যাম্পে অংশ নিতে চাইলে ৭০০ টাকা (সাতশত টাকা) বিকাশ পেমেন্ট করতে হবে। নিবন্ধনের জন্য বিকাশের ফিরতি ম্যাসেজের ট্রাঞ্জেকশন আইডি (TrxID) সংরক্ষণ বা সেভ করতে হবে।
৩. এরপর এই ফর্মটি ( https://forms.gle/L8kvbb49shDNT7o49 ) পূরণ করতে হবে। ফর্মটি পূরণের সময় নির্ধারিত ট্রাঞ্জেকশন আইডিটি (TrxID) ফর্মে উল্লেখ করতে হবে।
৪. রেজিস্ট্রেশনের শেষ সময় – ৬ আগস্ট ২০২৫, রাত ১১ টা ৫০ মিনিট। কিন্তু, নির্দিষ্ট আসন শেষ হয়ে গেলে তার আগেই রেজিস্ট্রেশন ফর্ম বন্ধ হয়ে যাবে।
১. প্রথমেই বিকাশের মাধ্যমে নিবন্ধন ফি প্রদান করতে হবে।
বিকাশ নম্বর: 01316814633
২. এই বিকাশ নম্বর একটি মারচেন্ট নম্বর। তাই বিকাশের Make Payment অপশন ব্যবহার করে শুধুমাত্র ক্যাম্পে অংশ নিতে চাইলে ৭০০ টাকা (সাতশত টাকা) বিকাশ পেমেন্ট করতে হবে। নিবন্ধনের জন্য বিকাশের ফিরতি ম্যাসেজের ট্রাঞ্জেকশন আইডি (TrxID) সংরক্ষণ বা সেভ করতে হবে।
৩. এরপর এই ফর্মটি ( https://forms.gle/L8kvbb49shDNT7o49 ) পূরণ করতে হবে। ফর্মটি পূরণের সময় নির্ধারিত ট্রাঞ্জেকশন আইডিটি (TrxID) ফর্মে উল্লেখ করতে হবে।
৪. রেজিস্ট্রেশনের শেষ সময় – ৬ আগস্ট ২০২৫, রাত ১১ টা ৫০ মিনিট। কিন্তু, নির্দিষ্ট আসন শেষ হয়ে গেলে তার আগেই রেজিস্ট্রেশন ফর্ম বন্ধ হয়ে যাবে।
যেকোনো প্রয়োজনে যোগাযোগ
মিশাল ইসলাম
01521439711
মিশাল ইসলাম
01521439711
(যেকোনো দিন সকাল ১০ টা থেকে বিকাল ৫টার মধ্যে যোগাযোগ করা যাবে)