চলছে ৭ম বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২৪ এর রেজিস্ট্রেশন।

এবছর বাংলাদেশী শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ২০০৬ থেকে ২০১৭ সালে জন্মগ্রহণ করা শিক্ষার্থীরা মোট তিনটি ক্যাটাগরিতে অংশ নিতে পারবে – ক্রিয়েটিভ ক্যাটাগরি, ফিজিক্যাল কম্পিউটিং ও ক্রিয়েটিভ মুভি।
এবছরের মূলথিম – Future Marine City Busan : Industry, Tourism, Culture.
প্রতিটি ক্যাটাগরিতে থিমের সাথে সম্পর্কিত সমস্যাকে রোবটের মাধ্যমে সমাধান করতে হবে।

একটি দলে ১-৩ জন মিলে অংশ নিতে পারবে, কিন্তু দলের সবাইকে একই গ্রুপের অন্তর্ভুক্ত হতে হবে। মোট ৪ টি গ্রুপে এবছর প্রতিযোগিতা হচ্ছে –
সিনিয়র হাই (জন্মসাল ২০০৬ থেকে ২০০৮)
সিনিয়র লো (জন্মসাল ২০০৯ থেকে ২০১১)
জুনিয়র হাই (জন্মসাল ২০১২ থেকে ২০১৪)
জুনিয়র লো (জন্মসাল ২০১৫ থেকে ২০১৭)

বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন করার সময় দলের প্রত্যেক সদস্যের একটি ফর্মাল ছবির সফটকপি ও নিজের জন্মসনদ বা পাসপোর্টের ডাটা পেজের সফটকপি আপলোড করতে হবে। প্রতিটি সফটকপির ফাইল টাইপ png অথবা jpeg হতে হবে এবং প্রতিটি ফাইলের সর্বোচ্চ সাইজ ২ মেগাবাইট হতে পারবে।

১০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন চলবে।
আরও বিস্তারিত জানতে ও রেজিস্ট্রেশন করতে এখনই ভিজিট করো
https://bdro.org/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *