২৮ জুন,২০২৩ থেকে রাজধানীর ধানমন্ডিতে বিডিআরও অফিসে দুইদিনব্যাপী রোবট ইন মুভি প্রস্তুতিমূলক কর্মশালা আয়োজিত হয়েছে। কর্মশালার প্রথমদিনে শিক্ষার্থীদের রোবট ইন মুভির বিস্তারিত নিয়মাবলী, সাবথিম পরিচিতি, ফিচার নির্ধারণ, রোবট ডিজাইন, মুভির উপকরণসমূহ পরিচিতি, স্ক্রিপ্ট লেখা, জেনেরিক রোবট প্ল্যানিং, রোবট নোটবুক, রোবটের একশন পরিকল্পনা ইত্যাদি বিষয়ে ধারণা প্রদান ও চর্চা করানো হয়।
এসময় কর্মশালায় আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের গোল্ড মেডেলিস্ট নাশীতাত যাইনাহ্ রহমান ও জাইমা যাহিন ওয়ারা নিজেদের অভিজ্ঞতা থেকে এই ক্যাটাগরির প্রস্তুতির ব্যাপারে বিস্তারিত আলোকপাত করেন।
দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের মুভি শট ধারণ, ভিডিও এডিটিং, প্রোডাকশন প্ল্যান তৈরি, স্টোরিবোর্ড তৈরি, অডিও এনালাইসিস, টাইম ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়ে ধারণা প্রদান করা হয়। আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের গোল্ড মেডেলিস্ট নাশীতাত যাইনাহ্ রহমান ও জাইমা যাহিন ওয়ারা শিক্ষার্থীদের এসব বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন ও হাতেকলমে চর্চা করতে সহায়তা করেন।
সবশেষে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে কর্মশালাটি সমাপ্ত হয়।
এর আগে ক্রিয়েটিভ ক্যাটাগরি ও ড্রোন মেজ বিষয়েও প্রস্তুতিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এবং পরবর্তীতে ফিজিক্যাল কম্পিউটিং নিয়েও প্রস্তুতি কর্মশালা অনুষ্ঠিত হবে।