2024 BdRO theme announcement Poster

৭ম বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২৪ এবং ২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড ২০২৩ এর মূল থিম –


2024 BdRO theme announcement Poster

সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে এবছর ৭ম বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২৪ অনুষ্ঠিত হতে পারে৷

২০০৬-২০১৭ সালে জন্মগ্রহণ করা বাংলাদেশে অধ্যয়নরত শিক্ষার্থীরা এবছর বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে অংশ নিতে পারবে। তোমরা নিজেদের প্রস্তুতি শুরু করে দাও!!!

বিভিন্ন ক্যাটাগরিতে এমন রোবট তৈরি করতে হবে যেই রোবট “Future Marine City Busan: Industry, Tourism, Culture” এর বিভিন্ন সমস্যা সমাধান, সেবাপ্রদান ইত্যাদি করতে পারবে। এজন্য বুসান শহরের ইন্ডাস্ট্রি, ট্যুরিজম ও কালচারাল সেক্টর ও সেখানে কীভাবে নিজের তৈরি রোবট ব্যবহার করা যেতে পারে সেসম্পর্কে গবেষণা করে রোবট বানানোর প্রস্তুতি চালিয়ে যেতে হবে।

এবছরের বিভিন্ন ক্যাটাগরির নিয়মকানুন কিছুদিনের মধ্যে হালনাগাদ করা হবে৷

আরডুইনো, ইএসপি৩২, রোবটিক্স ও বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের প্রস্তুতির বিভিন্ন হাতেকলমে কর্মশালা নিয়মিত আয়োজন করা হচ্ছে। চোখ রাখো বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের ফেসবুক পেজে।

উল্লেখ্য, ৭ম বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে প্রথমে অনলাইন বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। সেখান থেকে নির্বাচিতরা জাতীয় পর্বে অংশ নিবে। জাতীয় পর্বের বিজয়ীদের নিয়ে পরবর্তীতে আবাসিক ও অনাবাসিক ক্যাম্পের মাধ্যমে বাংলাদেশ দল নির্বাচন করা হবে যারা ২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে দক্ষিণ কোরিয়ার বুসান শহরে অংশগ্রহণ করবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে।

এই মুহূর্তে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের অভিজ্ঞতা বিনিময়ের একটি বিশেষ সেশন আয়োজিত হতে যাচ্ছে ২২ মার্চ। এবছরের সকল প্রতিযোগীই এই সেশন থেকে উপকৃত হবে। রেজিস্ট্রেশন করতে চাইলে নিচের বাটনে কিক্ল করো।