বাংলাদেশ রোবট অলিম্পিয়াড প্রতিযোগিতায় আংশগ্রহণকারীদের বয়সসীমা ৭ থেকে ১৮ বছর। আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড থেকে নির্ধারণ করা নিয়ম অনুযায়ী ২০০৬ বা তারপরে জন্মগ্রহণ করা এবং বাংলাদেশী শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীরা বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবে।

একটি রোবটকে কীভাবে দক্ষতার সাথে ব্যবহার করা যায় তার উপর এ প্রতিযোগিতায় বেশি গুরুত্ব দেয়া হয়। এতে রোবটের এসেম্বলিং বা সংযোজন করতে হয় এবং সাথে সাথে রোবটকে সঠিকভাবে কাজ করার জন্য প্রোগ্রামিংও করতে হয়। রোবট তৈরির জন্য যাবতীয় সরঞ্জাম, ল্যাপটপ ও প্রয়োজনীয় সকল উপকরণ প্রতিযোগীকে সাথে করে নিয়ে যেতে হয়। আয়োজক কর্তৃপক্ষ থেকে কোন ধরণের সরঞ্জাম সরবরাহ করা হয় না।

প্রতিবছর রোবট অলিম্পিয়াডে একটি মূল থিম থাকে।

মূল থিম : Future Marine City Busan: Industry, Tourism, Culture

গ্রুপ

প্রতিটি প্রতিযোগিতা জুনিয়র এবং চ্যালেঞ্জ – এই দুইটি গ্রুপে অনুষ্ঠিত হবে। একটি নির্দিষ্ট টিমে জুনিয়র এবং চ্যালেঞ্জ গ্রুপের প্রতিযোগী একসাথে থাকতে পারবে না। রেজিস্ট্রেশনের সময়ে জন্মসাল প্রমাণের জন্য জন্মসনদ বা জন্মসাল উল্লেখ করা কোন অফিসিয়াল ডকুমেন্ট জমা দেয়া বাধ্যতামূলক।

জুনিয়র গ্রুপ : যাদের জন্ম ২০১২ – ২০১৭ সালের মধ্যে

চ্যালেঞ্জ গ্রুপ : যাদের জন্ম ২০০৬ – ২০১১ সালের মধ্যে

ক্যাটাগরিসমূহ

৭ম বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২৪ এ নিম্নলিখিত প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হবেঃ

  • ক্রিয়েটিভ ক্যাটাগরি (এক দলে ১-৩ জন)

  • রোবট ইন মুভি (এক দলে ১-৩ জন)

  • ফিজিক্যাল কম্পিউটিং (এক দলে ১-২ জন)

  • ড্রোন মেজ (১ জন)

  • রোবটিকস কুইজ (১ জন)

*এর মধ্যে রোবটিকস কুইজ প্রতিযোগিতা শুধুমাত্র বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের জন্য আয়োজিত হবে এবং অন্য চারটি প্রতিযোগিতা আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণের লক্ষ্যে আয়োজিত হবে।

রেজিস্ট্রেশন

বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের যেকোনো ক্যাটাগরিতে অংশগ্রহণের জন্য বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের ওয়েবসাইটের নির্ধারিত রেজিস্ট্রেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় বয়সের প্রমাণপত্র হিসেবে জন্ম নিবন্ধন সনদ অথবা পাসপোর্ট অথবা শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড- এর যেকোনো একটির স্ক্যানড কপি অবশ্যই জমা দিতে হবে। রোবটিকস কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোন রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে না। বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের জন্য রেজিস্ট্রেশন করলে রোবটিকস কুইজের জন্য অটোমেটিক রেজিস্ট্রেশন হয়ে যাবে। তবে অন্য চারটি ক্যাটাগরির রেজিস্ট্রেশনের জন্য ওয়েবসাইটে একাউন্ট রেজিস্ট্রেশনের পর তৈরি হওয়া প্রোফাইল থেকে নির্ধারিত ক্যাটাগরির জন্য রেজিস্ট্রেশন করতে হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ

এইবছর সকল ক্যাটাগরির প্রতিযোগিতা দুইটি পর্বে অনুষ্ঠিত হবে। প্রথমে অনলাইনে সকল প্রতিযোগী বাছাই পর্বে অংশ নিবে। বাছাই পর্ব থেকে নির্বাচিত সেরা শিক্ষার্থীদের নিয়ে জাতীয় প্রতিযোগিতা অফলাইনে সরাসরি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। অনলাইন বাছাই পর্বে অংশ নেয়া বাধ্যতামূলক। বাছাই পর্বে অংশ নিয়ে জাতীয় পর্বের জন্য নির্বাচিত না হলে জাতীয় পর্বে অংশ নেয়ার কোন সুযোগ নেই। প্রতিটি ক্যাটাগরির অনলাইন বাছাই পর্ব ও জাতীয় পর্বের নিয়মকানুন জানা যাবে ওই ক্যাটাগরির রুলবুক পড়ে। ওয়েবসাইটে সব ক্যাটাগরির রুলবুক আলাদা করে দেয়া আছে।

জাতীয় পর্বে যারা ক্রিয়েটিভ ক্যাটাগরি, রোবট ইন মুভি, ফিজিক্যাল কম্পিউটিং ও ড্রোন মেজ ক্যাটাগরিতে বিজয়ী হবে তাদের নিয়ে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের দল নির্বাচনী ক্যাম্প অনুষ্ঠিত হবে। এই ক্যাম্প থেকে শিক্ষার্থীদের যোগ্যতা ও পারফরম্যান্স যাচাই বাছাই করে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্বাচন করা হবে যারা জানুয়ারি ২০২৫ এ অনুষ্ঠেয় ২৬ তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।