বিশেষ দ্রষ্টব্য : বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের এই ক্যাটাগরির রুলবুক আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের নির্দেশনা অনুযায়ী কিছুদিন পর আপডেট করা হবে। আপডেট করা নতুন নিয়মে ক্যাটাগরিটির প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতা পরিচিতি

এই প্রতিযোগিতায় মূলত একটি থিম (Theme) বা বিষয়ের উপর নির্ভর করে প্রতিযোগীকে একক বা দলগতভাবে (১-৩ জন মিলে) একটি রোবট বানাতে হয়।

বিষয় বা থিম-টি সাধারণত একটি দৃশ্যমান সমস্যার উপর সেট করা হয় এবং এটি করে থাকে IROC এর কমিটি। এই ক্যাটাগরিতে মোট সময় দেওয়া হবে ৫ ঘন্টা।

মূল থিম : Future Marine City Busan: Industry, Tourism, Culture

রেজিস্ট্রেশন

ক্রিয়েটিভ ক্যাটাগরিতে অংশগ্রহণের জন্য বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের ওয়েবসাইটের নির্ধারিত রেজিস্ট্রেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় বয়সের প্রমাণপত্র হিসেবে জন্ম নিবন্ধন সনদ অথবা পাসপোর্ট অথবা শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড- এর যেকোনো একটির স্ক্যানড কপি অবশ্যই জমা দিতে হবে। ক্রিয়েটিভ ক্যাটাগরিতে অংশগ্রহণের জন্য দলীয় রেজিস্ট্রেশন ফি ২০০ টাকা। দলের প্রত্যেককে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের জন্য রেজিস্ট্রেশন করে নিজেদের প্রোফাইল তৈরি করতে হবে। এরপর প্রোফাইল থেকে নির্ধারিত ফি পরিশোধ করে নিজেদের দলের নিবন্ধন করতে হবে।  

প্রতিযোগিতায় অংশগ্রহণ

এইবছর ক্রিয়েটিভ ক্যাটাগরি দুইটি পর্বে অনুষ্ঠিত হবে। প্রথমে অনলাইনে সকল প্রতিযোগী বাছাই পর্বে অংশ নিবে। বাছাই পর্ব থেকে নির্বাচিত সেরা শিক্ষার্থীদের নিয়ে জাতীয় প্রতিযোগিতা অফলাইনে সরাসরি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। অনলাইন বাছাই পর্বে অংশ নেয়া বাধ্যতামূলক। বাছাই পর্বে অংশ নিয়ে জাতীয় পর্বের জন্য নির্বাচিত না হলে জাতীয় পর্বে অংশ নেয়ার কোন সুযোগ নেই। 

অনলাইন বাছাই পর্ব 

অনলাইন বাছাই পর্ব নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে গুগল ফর্মে। গুগল ফর্মটি ৪ দিন খোলা থাকবে।

বাছাই পর্বের গুগল ফর্মে যেসকল সম্ভাব্য টাস্ক থাকতে পারে –

  • ক) ক্রিয়েটিভ ক্যাটাগরির জন্য তৈরি করা নিজেদের দলের একটি রোবটের পরিষ্কার ছবি সাবমিশন
  • খ) উক্ত রোবটের সকল হার্ডওয়্যার ও প্রোগ্রাম করতে ব্যবহৃত সফটওয়্যারের তালিকা
  • গ) নিজেদের রোবটের ফিচারগুলোর সম্ভাব্য তালিকা
  • ঘ) নিজেদের রোবট তৈরিতে মোট খরচের সম্ভাব্য পরিমাণ
  • ঙ) নিজেদের রোবটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ১ টি ফিচারের ডেমনস্ট্রেসন ভিডিও করে সাবমিশন এছাড়াও আরও এক/একাধিক সারপ্রাইজ টাস্ক গুগল ফর্মে উল্লেখ থাকতে পারে।ফর্মে নির্ধারিত নির্দিষ্ট টাস্কসমূহ সম্পন্ন করে সাবমিট করতে হবে। বাছাই পর্বে অংশ নেয়া সব দলের টাস্কসমূহ যাচাই করে তাদের মধ্য থেকে যারা নির্বাচিত হবে তাদের তালিকা প্রকাশ করা হবে এবং শুধুমাত্র তারাই অফলাইনে জাতীয় পর্বে অংশগ্রহণ করতে পারবে।

রোবটের ধরণ

  • ক) রোবটটি যেকোনো হার্ডওয়্যার, সেন্সর, মোটর ইত্যাদি দিয়ে তৈরি করা যাবে।
  • খ) রোবটটির সফটওয়্যারের ক্ষেত্রেও কোন বাধানিষেধ নেই।
  • গ) রোবটটি অবশ্যই ব্যাটারিচালিত হতে হয়, যেকোনো ব্যাটারি ব্যবহার করা যাবে।
  • ঘ) প্রতিযোগীরা প্রয়োজনীয় সফটওয়্যার কোডিং, প্রপস, ব্যাকগ্রাউন্ড এগুলো আগে থেকে তৈরি করে রাখতে পারে।
  • ঙ) রোবটের সাইজ নির্দিষ্ট করা নেই। তবে ফিল্ডে চালানোর জন্য প্রয়োজনীয় যা কিছু লাগবে শিক্ষার্থী নিজে ব্যবস্থা করবে।
  • চ) জাতীয় প্রতিযোগিতার শুরুতে পুরো রোবটটির সকল পার্ট সম্পূর্ণ খোলা (disassembled) অবস্থায় থাকতে হবে। তারপর প্রদত্ত নির্ধারিত সময়ের মধ্যে (৫ ঘণ্টা) পুরো রোবটটি বানাতে হবে। রোবটের একটি ডিভাইস বা পার্ট (রোবট বানাতে ব্যবহার করা হবে এমন যেকোনকিছু) আরেকটি ডিভাইসের বা পার্টের সাথে কোনপ্রকার আঠা, গ্লু, স্ক্রু – নাট, তার দিয়ে লাগিয়ে রাখা যাবে না আগে থেকে। পাশাপাশি ঝালাই বা সোলডার এবং ওয়েল্ডিং করেও রাখা যাবে না। যেসকল কম্পোনেন্ট রেডিমেড পাওয়া যায় (অর্থাৎ পিসিবি প্রিন্ট করে রাখা হয়েছে কোনপ্রকার তারের সংস্পর্শ ছাড়া) সেগুলো সরাসরি ব্যবহার করা যাবে ডিসোলডার না করেই। যেমন- আরডুইনো বোর্ড, শিল্ড ইত্যাদি। কিন্তু এসকল ডিভাইসেও আঠা, গ্লু, স্ক্রু – নাট, তার আগে থেকে লাগিয়ে রাখা যাবে না। কয়েকজন দায়িত্বশীল ভলান্টিয়ার প্রতিযোগিতা শুরু হবার পূর্বেই চেকিং এর মাধ্যমে নিশ্চিত করবেন যে রোবটটির সকল অংশ সম্পূর্ণ খোলা বা disassembled অবস্থায় আছে কি না।

  • ছ) ক্রিয়েটিভ ক্যাটাগরিতে রোবটকে ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করা যাবে। তবে ম্যানুয়ালি নিয়ন্ত্রণের চেয়ে রোবট যদি অটোনমাস বা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে তাহলে বেশি কার্যকর হিসাবে বিবেচিত হবে।
  • জ) রোবট ম্যানুয়ালি কন্ট্রোল করা যাবে শুধুমাত্র তিনটি মাধ্যমে – ব্লুটুথ, জিগবি (Zigbee) ও রেডিও মডিউলের মাধ্যমে।
  • ঝ) কোনরকম ইন্টারনেট, ওয়াইফাই, হটস্পট তৈরি করার মাধ্যমে রোবট নিয়ন্ত্রণ করার সুযোগ নেই। রোবটের একটি পার্ট অন্য একটি পার্টের সাথে কমিউনিকেশনের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।
  • ঞ) রোবটকে কোড করার ক্ষেত্রেও একইভাবে কোন অনলাইন মাধ্যম বা অনলাইন নেটওয়ার্ক ব্যবহার করা যাবে না। উদাহরণস্বরূপ রাস্পবেরি পাইকে কোন ভার্চুয়াল অনলাইন নেটওয়ার্কে যুক্ত করে কোড করা যাবে না।
  • ট) যেসকল ডেভেলপমেন্ট বোর্ডে ইন্টারনেট বা ওয়াইফাই ব্যবহারের সুবিধা আছে সেগুলো ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যেন প্রতিযোগিতা চলাকালীন সময়ে এই বোর্ডের কোন ইন্টারনেট ফিচার ব্যবহার করা না হয়। এরকম ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে দলটি সরাসরি ডিসকোয়ালিফাইড ঘোষিত হবে।

রোবটের থিম

  • ক) প্রতিবছর ক্রিয়েটিভ ক্যাটাগরিতে IROC এর কমিটি ভিন্ন ভিন্ন থীম প্রদান করেন। বিডিআরও তেও একই থিম অনুসরণ করা হয়
  • খ) ২০২৪ সালের রোবট অলিম্পিয়াডের জন্য নির্ধারিত থিম হচ্ছে : Future Marine City Busan: Industry, Tourism, Culture

  • গ) সুতরাং এবছর ক্রিয়েটিভ ক্যাটাগরিতে অংশ নিতে হলে অবশ্যই এই থিমের সাথে সামঞ্জস্য রেখে রোবট তৈরি করতে হবে।

রোবটের ভিডিও সাবমিশন

ক) প্রত্যেকটি দলকে জাতীয় পর্বে একটি ১ মিনিটের ভিডিও জমা দিতে হবে।


খ) ভিডিওটি বাসা থেকে বানিয়ে আনা যাবে।

গ) ভিডিওতে যা যা থাকবে –
  • ১। প্রজেক্টটি তৈরির উদ্দেশ্য
  • ২। রোবটের কোয়ালিটি, সার্কিট এবং ফাংশনের ডেমোনেস্ট্রেশন
  • ৩। রোবট তৈরির খরচ
  • ৪। রোবট তৈরির জন্য কাদের সাহায্য পেয়েছ
ঘ) ভিডিওর প্রয়োজনীয় ফরম্যাশন –ফাইল সাইজঃ 
  • ফাইল সাইজঃ সর্বোচ্চ ২০০ মেগাবাইট
  • রেজ্যুলেশনঃ অবশ্যই 1280X720 পিক্সেল (pixel) বা এর চেয়ে বেশি হতে হবে
  • ফাইল ফরম্যাটঃ WMV, AVI, MP4 অথবা MOV

লিখিত পরীক্ষা

  • ক) প্রত্যেক দলকে জাতীয় পর্বে কাগজে-কলমে একটি সমস্যা সমাধানের জন্য রোবটের ডিজাইন করতে হয় এবং এর ফিচার সম্পর্কে লিখতে হয়।
  • খ) এ রোবটের সাথে তারা যে রোবট তৈরি করছে তার কোন সম্পর্ক নেই এবং এর থীমও পূর্ব নির্ধারিত নয়। প্রতিযোগীরা যে নিজেরাই রোবটের ডিজাইন করতে সক্ষম তা যাচাই করতেই মূলত এ পরীক্ষাটি নেয়া হয়।
  • গ) যেমন: ২০২০ সালের আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের থিম ছিল Robot: The Future Transportation।কিন্তু এর পাশাপাশি কাগজে-কলমে তাদের Patient Nursing রোবট ডিজাইন করতে দেওয়া হয়; যার সাথে মূলথিমের কোন সম্পর্ক নেই।
  • ঘ) রোবট বানানোর জন্য জাতীয় পর্বে মোট যে ৫ ঘণ্টা সময় দেয়া হয় সেই সময়ের ৯০ মিনিটের মধ্যেই লিখিত পরীক্ষার কাজ সম্পন্ন করতে হবে ও সাবমিট করে দিতে হবে।

জাতীয় পর্বের বিচারকাজ

  • ক) বিচারকরা প্রত্যেকটি দলের ইংরেজিতে ৩ মিনিটের প্রজেক্ট প্রেজেন্টেশন নিবেন।
  • খ) তারপর প্রতিযোগীদের তাদের প্রজেক্ট সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করবেন।
  • গ) ভিডিও, বিচারকের সামনে প্রেজেন্টেশন, রোবটের কার্যকারিতা, মূলথিমের সাথে সম্পর্কিত সমস্যা সমাধানে রোবটের দক্ষতা, বাস্তব জীবনে ফিচারগুলোর যথাযথ প্রয়োগ এবং প্রেজেন্টেশনের সময় প্রশ্নোত্তরের ভিত্তিতে নম্বর প্রদান করা হয়।
  • ঘ) এছাড়া কাগজে-কলমে ডিজাইন করা রোবটের উপর আলাদা নম্বর প্রদান করা হয়।
  • ঙ) সব কিছু মিলিয়ে বিচারকদের নিকট থেকে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরধারী দলই বিজয়ী হিসেবে নির্বাচিত হয়।