বিগিনার উইন্টার রোবটিক্স ক্যাম্প
ডিসেম্বর 23 @ 10:00 পূর্বাহ্ন - 11:30 পূর্বাহ্ন
অনেক স্কুলে শুরু হতে যাচ্ছে শীতকালীন অবকাশ। রোবটিক্সে আগ্রহী কিন্তু কখনও হাতেখড়ি হয় নি এমন শিক্ষার্থীদের জন্য ছুটির এই সময়টা আরও দারুন করতে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক যৌথভাবে ঢাকায় আয়োজন করছে একটি বিগিনার উইন্টার রোবটিক্স ক্যাম্প! এই ক্যাম্প শেষে একজন শিক্ষার্থী হাতেকলমে ১০ টি বেসিক রোবটিক্স প্রোজেক্ট তৈরি করা শিখবে এবং বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের প্রস্তুতির ধারণা পাবে।
যাদের জন্য – আগে কখনও আরডুইনো বা রোবটিকস নিয়ে কাজ করে নি এমন সকল ১০-১৭ বছর বয়সী শিক্ষার্থী
আসন সংখ্যা – ২০ ( আসন সংখ্যা শেষ হয়ে গেলে নিবন্ধন বন্ধ করে দেয়া হবে)
রেজিস্ট্রেশনের শেষ সময় – ১৫ ডিসেম্বর ২০২৪, রাত ১১ টা ৫০ মিনিট
ক্যাম্পের সময় – ১৭,১৮,১৯,২২,২৩ ডিসেম্বর ২০২৪, প্রতিদিন সকাল ১০ টা থেকে সকাল ১১ টা ৩০
ক্যাম্প ভেন্যু – ধানমন্ডি, ঢাকা
বিশেষ দ্রষ্টব্য –
ক) ক্যাম্পে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী ক্যাম্পে অংশগ্রহণের সার্টিফিকেট পাবে।
খ) কর্মশালায় ব্যবহৃত উপকরণ কর্মশালার সময়ে দেয়া হবে। কিন্তু কর্মশালা শেষে সেগুলো আবার ফেরত নেয়া হবে।
গ) শিক্ষার্থী নিজের ল্যাপটপ সাথে করে নিয়ে আসতে পারলে ভালো, তবে আনা বাধ্যতামূলক নয়।
ঘ) অভিভাবকদের জন্য ক্যাম্পে ওয়েটিং জোন নেই।
বিস্তারিত জানতে ও রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন এই লিংকে –